শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

হেলস-রুটের সেঞ্চুরিতে উইন্ডিজ হোয়াইটওয়াশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: তিন ম্যাচেই টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যাচ? ওয়েস্ট ইন্ডিজ হেরেছে তিন ম্যাচেই! প্রথম দুই ম্যাচে তাও একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু বার্বাডোজে কাল শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ক্যারিবীয়রা।

অ্যালেক্স হেলস ও জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বেঁধে দেওয়া ৩২৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ১৪২ রানেই গুটিয়ে গেছে জেসন হোল্ডারের দল। ১৮৬ রানের বিশাল জয়ে তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে এউইন মরগানের দল। রানের হিসাবে এটি ইংল্যান্ডের পঞ্চম বড় জয়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় সেটি দাঁড়ায় ৬ উইকেটে ৪৫। এরপর ৮৭ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে তো একশ’র আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় ক্যারিবীয়রা। তবে শেষ দুই উইকেটে ২৬ ও ২৯ রানের দুটি জুটি স্বাগতিকদের লজ্জা থেকে বাঁচিয়েছে। ৩৯.২ ওভারে ১৪২ রানে শেষ হয় তাদের ইনিংস।

নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন জনাথন কার্টার। ওপরের দিকের তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কই ছুঁতে পারেননি! ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস ও লিয়াম প্ল্যাঙ্কেট নেন ৩টি করে উইকেট। স্টিভেন ফিন নেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে জেসন রয়ের উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপরই দ্বিতীয় উইকেটে ১৯২ রানের বিশাল জুটি গড়েন হেলস ও রুট। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ১০৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১১০ করে ফেরেন হেলস। নবম সেঞ্চুরি পাওয়া রুট ১০৮ বলে ১০ চারে করেন ১০১। ব্যক্তিগত ১ ও ১২ রানে অবশ্য রুট দুবার জীবন পেয়েছিলেন ক্যারিবীয় ফিল্ডাররা ক্যাচ ফেলায়।

আর ২০ বলে ৩৪ করে দলের সংগ্রহটা তিন শ পার করেন বেন স্টোকস। পরে বল হাতে কার্লোস ব্রাফেটকে এলবিডব্লিউ করেছেন ইংলিশ অলরাউন্ডার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওভারে এই ব্রাফেটই স্টোকসের চার বলে চার ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডের জয় ছিনিয়ে নিয়েছিলেন। সেই ম্যাচের পর এই সিরিজেই দুজনের প্রথম দেখা, প্রথমবার ব্রাফেটকে আউটও করলেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ৫০ ওভারে ৩২৮ (হেলস ১১০, রুট ১০১, স্টোকস ৩৪; জোসেফ ৪/৭৬, হোল্ডার ৩/৪১, নার্স ১/৫৭)

ওয়েস্ট ইন্ডিজ ৩৯.২ ওভারে ১৪২ (কার্টার ৪৬, জোসেফ ২২, হোপ ১৬; ওকস ৩/১৬, প্ল্যাঙ্কেট ৩/২৭, ফিন ২/৩৫)

ফল: ইংল্যান্ড ১৮৬ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজ ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স হেলস

ম্যান অব দ্য সিরিজ: ক্রিস ওকস।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com