বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় দিদার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দিদারের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায়। তিনি এলিফ্যান্ট রোডের নাহার প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের সামনে একটি প্রাইভেটকার একটি হিউম্যান হলারকে ধাক্কা দেয়। এতে হিউম্যান হলারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার মারা যান। বাকি চারজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
দিদারের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এম