শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

চোর সন্দেহে ব্রিজে বেঁধে পিটুনি, একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ও রাহাত নামের আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের ওপর ঘটনাটি ঘটে।

নিহত মাহিন সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের ওপর স্থানীয় ৫/৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। পরে স্থানীয়রা চোর অপবাদ দিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালাতে থাকে।

এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। পরে ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামে এক কিশোর মারা যায়।

তিনি আরও বলেন, বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে পুলিশ দুজনকে আটক করে থানা নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com