শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

শিক্ষার্থী নাফিজ হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার শচীন গ্রেফতার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। 

খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা শচীন মৌলিককে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।

জুলাই অভ্যুত্থানের পর পুলিশ কর্মকর্তা শচীন মৌলিককে মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকালে ফার্মগেট এলাকায় গোলাম নাফিজ পুলিশের গুলিতে শহীদ হন। হাসপাতালে নেওয়ার সময় সে একটি রিকশায় শুয়েছিল। রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবিটি তাকে ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করে। 

নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ঘটনার সময় নাফিজের মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। এক রিকশাচালক গুলিবিদ্ধ অবস্থায় পাদানিতে করে নাফিজকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

এ ঘটনায় চলমান তদন্তে শচীন মৌলিকের নাম উঠে আসে।  তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি ডিএমপির তেজগাঁও জোনে কর্মরত ছিলেন এবং জুলাই বিপ্লবের পুরো সময় তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। 

তিনি ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে যোগদান করেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com