বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না : আলী রীয়াজ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নিজের গাওয়া গানের কপি প্রধান উপদেষ্টাকে দিলেন নির্বাচন পর্যন্ত সংস্কার চালিয়ে দেশকে এগিয়ে নিতে চাই : অর্থ উপদেষ্টা নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭ নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

চটেছেন ট্রাম্প, ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ‘খুবই গুরুত্বপূর্ণ মাত্রায়’ বৃদ্ধি করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, এই বৃদ্ধি হবে ২৪ ঘন্টার মধ্যে। এর কারণ, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। এর মধ্য দিয়ে রাশিয়ার যুদ্ধযন্ত্রে জ্বালানি সরবরাহ করছে ভারত। এমন অভিযোগ এনেছেন ট্রাম্প।

মঙ্গলবার সিএনবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ততটা করি না। আমরা (ভারতের ওপর) শতকরা ২৫ ভাগ শুল্ক স্থির করেছিলাম। কিন্তু আমি সেটা আগামী ২৪ ঘণ্টায় খুবই গুরুত্বপূর্ণভাবে বাড়াতে চলেছি। কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এই মন্তব্যের একদিন আগে ট্রাম্প ঘোষণা করেন, তিনি ভারতের ওপর মার্কিন শুল্ক ব্যাপকভাবে বৃদ্ধি করবেন। অভিযোগ করেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তা লাভে বিক্রি করছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে সমালোচনা করে ভারত বলেছে, তারা ভারতের তেল পরিশোধনকারীদের লক্ষ্যবস্তু করছে, অথচ নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের আমদানি হলো বৈশ্বিক বাজার পরিস্থিতির দ্বারা প্রণোদিত। অথচ যারা সমালোচনা করছে, তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে এমন বাণিজ্য করছে যা তাদের জন্য জরুরিও নয়। বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপ-রাশিয়া বাণিজ্যে শুধু জ্বালানিই নয়- সার, খনিজ পদার্থ, রাসায়নিক, লোহা ও ইস্পাত এবং যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জামও রয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলা৭১নিউজ/সূত্র: অনলাইন এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com