মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

১৩৮ বছর আগে টেস্ট ক্রিকেটের প্রথম হ্যাটট্রিক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে
ফ্রেডরিক স্পোফির্থ

বাংলা৭১নিউজ, ডেস্ক: টেস্ট ক্রিকেটের তৃতীয় ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দুই দলের আগের দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়ের রেকর্ড তাদের। ফলে ইতিহাসের প্রথম টেস্ট সিরিজ ড্র হয়েছিল।

দ্বিতীয় টেস্ট সিরিজ ও তৃতীয় টেস্টে ফের মুখোমুখি দুই দল। ১৮৭৯ সালের ২ জানুয়ারি ম্যাচটি শুরু হয়। প্রথম টেস্ট সিরিজ ড্র হওয়ায় দুই দলের দ্বিতীয় সিরিজে জয়ের ক্ষুধা বেড়ে যায়। প্রথম দিন থেকেই আগ্রাসী দুই দল।

তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নিজেদের মাঠে একটু বেশি আগ্রাসন দেখিয়েছিলেন। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৫৪ ওভারেই অল আউট! ইংলিশদের ইনিংস একাই গুড়িয়ে দেন অসি পেসার ফ্রেডরিক স্পোফির্থ। ডানহাতি এ পেসার প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। এদিন তার হাত ধরে টেস্ট ক্রিকেট প্রথম হ্যাটট্রিকের স্বাদ পায়। ইংলিশ ব্যাটসম্যান ভেরন রয়্যালকে আউট করে হ্যাটট্রিকের পথে পা বাড়ান স্পোফির্থ। পরের বলে বোল্ড হন ফ্রানচিস ম্যাককিনন। তৃতীয় বলে টম এমেটের উইকেট নিয়ে স্পোফির্থ হ্যাটট্রিকের স্বাদ পান। দ্বিতীয় ইনিংসেও একই পারফরম্যান্স ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম ট্রু পেসার স্পোফির্থ। ৩৫ ওভার বল করে ৬২ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা পাওয়া ফ্রেডরিক স্পোফির্থ মাত্র ১৮ টেস্টে ৯৪ উইকেট নিয়েছিলেন। তার প্রথম শ্রেণির ক্রিকেটের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। ১৫৫ ম্যাচে তার পকেটে ঢুকেছে ৮৫৩ উইকেট।

প্রথম হ্যাটট্রিকের পর ১৩৮ বছরে টেস্ট ক্রিকেট মোট ৪১টি হ্যাটট্রিক হয়েছে। সাদা পোশাকে সবশেষ হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রঙ্গণা হেরাথ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে হেরাথ অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও মিচেল স্টার্ককে আউট করেন।

দলগতভাবে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ১৩টি হ্যাটট্রিক ইংলিশ বোলারদের নামের পাশে। এছাড়া অস্ট্রেলিয়া ১১, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ৪টি করে হ্যাটট্রিক পেয়েছে। ২টি করে হ্যাটট্রিক পেয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে পেয়েছে ১টি করে হ্যাটট্রিক। বাংলাদেশের হয়ে ১টি করে হ্যাটট্রিক করেছেন অলোক কাপালি ও সোহাগ গাজী।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com