সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইশরাকের বক্তব্য নাসীরুদ্দীনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের: সারজিস প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে ৪ জনকে ইলিশের দাম বেশি হওয়ার কারণ সরবরাহ কম ও চাঁদাবাজি : উপদেষ্টা জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা সারের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যোগ্যদের বিবেচনায় নেয়া হবে : কৃষি উপদেষ্টা সনদ বাস্তবায়নে দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান আলী রীয়াজের ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, বিশেষ গুরুত্ব পাবে ‘অভিবাসনে’ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ১১৫ ফিলিস্তিনি ‘আমাদের বলতে বাধা দিলে, লড়াই বাধবে’: নাহিদ ইসলাম পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

‘আমাদের বলতে বাধা দিলে, লড়াই বাধবে’: নাহিদ ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কক্সবাজারে দেওয়া বক্তব্য প্রসঙ্গে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘এনসিপি নেতারা সত্য উন্মোচন করেছেন বলেই দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হচ্ছে। বাঁশখালীতে আমাদের সংগঠকের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমাদের বলতে বাধা দিলে, লড়াই বাধবে। আর সেই লড়াইয়ে জিততেই হবে।’’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইটে বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। আর সেই চট্টগ্রাম নিয়েই ষড়যন্ত্র হচ্ছে। অপশক্তির নজর চট্টগ্রামের দিকে।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা স্পষ্ট করে বলতে চাই, চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। ’’

এর আগে, শনিবার দুপুরে কক্সবাজারে এক পথসভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে গডফাদার’ ও ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পরপরই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com