শুক্রবার, ২৪ মে ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

মুখ খুললেন বব ডিলান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৬৭ বার পড়া হয়েছে
মার্কিন সংগীতশিল্পী বব ডিলান

বাংলা৭১নিউজ, ডেস্ক : অবশেষে নোবেল পুরস্কার নিয়ে মুখ খুললেন মার্কিন সংগীতশিল্পী বব ডিলান।

সাহিত্যে তাকে দেওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বব ডিলান।

শুক্রবার নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাহিত্যে নোবেল পেয়ে বব ডিলান ‘বাকরুদ্ধ’ হয়ে গিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, বব ডিলান সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিয়ুসকে ফোন করে বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার খবরে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য খুবই সম্মানের।’

তবে ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে বব ডিলান উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নোবেল ফাউন্ডেশন।

তবে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বব ডিলান বলেছেন, সম্ভব হলে তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে আগ্রহী।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না- ডেইলি টেলিগ্রাফের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। যদি সেটি সম্ভব হয়। এ (নোবেল) পুরস্কার অবিশ্বাস্য ও বিস্ময়কর। সত্যিই বিশ্বাস করা কঠিন। এ ধরনের কোনো কিছু কে কল্পনা করতে পারে?’

গত ১৩ অক্টোবর এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। ‘আমেরিকান গীত ঐতিহ্যে কাব্যিক বহিঃপ্রকাশ সংযোজন’ এর জন্য তার নাম এ পুরস্কারের জন্য ঘোষণা করা হয়।

তবে পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বব ডিলান মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তাই নোবেল পুরস্কার গ্রহণ করবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, বব ডিলান হয়তো নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।

এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির এক সদস্য বলেন, ‘বব ডিলানের নীরবতা অভদ্রোচিত ও ঔদ্ধত্যপূর্ণ।’

তথ্যসূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com