ঈদের আগে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণ করে হাইসেন্স ডিপ ফ্রিজ এবং ৪৩ ইঞ্চি হাইসেন্স স্মার্ট টিভি জিতে নিয়েছেন ২২ জন বিজয়ী। পাশাপাশি ১০ হাজার (সরকারি ২.৫% প্রণোদনা ছাড়া) বা এর বেশি টাকার রেমিট্যান্স গ্রহণ করে প্রবাসীর স্বজনরা পেয়েছেন ৫০০ টাকার নিশ্চিত ডিসকাউন্ট কুপন।
ঈদকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করে বিকাশ ও জনপ্রিয় হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক ব্র্যান্ড হাইসেন্স। ক্যাম্পেইনজুড়ে দুই ধাপে মোট ২২ জন বিজয়ী হয়েছেন। সম্প্রতি, বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শেষ ধাপের বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেওয়া হয়।
বর্তমানে, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, ইতালি, কানাডা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়াসহ ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিট্যান্স পাঠাতে পারছেন। সেই রেমিট্যান্স ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ নিমেষেই পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন। এসব সুবিধার কারণে বিকাশে রেমিট্যান্স পাঠানোর এই সেবা দ্রুতই প্রবাসী ও তার স্বজনদের কাছে নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ