বাংলা৭১নিউজ, ডেস্ক : ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি ফিফা ব্যালন ডি’অর। ২০১৬ সালের এই পুরস্কারের জন্য ৩০ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার ৩০ সদস্যের এই তালিকায় একমাত্র ইংলিশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জেমি ভার্ডি। গতবছর লেস্টার সিটির হয়ে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। ফক্সদের লিগ শিরোপা জেতাতে ২৪ টি গোল করেছিলেন ভার্ডি। তার সঙ্গে এ তালিকায় রয়েছেন লেস্টারের শিরোপা জয়ে অবদান রাখা রিয়াদ মাহরেজ।
এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গতবার চ্যাম্পিনস লিগ ও পর্তুগালের হয়ে ইউরো শিরোপার জন্য এ তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এ পুরস্কারের জন্য হট ফেভারিট ভাবা হচ্ছে তিনবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে।
ক্লাব ও দেশের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ড রয়েছে লিওনেল মেসির দখলে। এর আগে পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী তারকা এবারও সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিয়েছেন। তার সঙ্গে ৩০ সদস্যের তালিকায় রয়েছেন তার অপর দুই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও নেইমার।
ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরে ওয়েলসের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। এছাড়া জালাতন ইব্রাহিমোভিচ, আঁতোয়ান গ্রিজমান, সার্জিও আগুয়েরো, অ্যালেক্সিস সানচেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং মেসুত ওজিলের মতো তারকারাও রয়েছেন।
বাংলা৭১নিউজ/এম