পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম, মো. সোহাগ।
বুধবার বিকালে মিটফোর্ডের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে।
এদিকে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মঈন ও জনি নামে অভিযুক্ত দুইজন আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথা থিতলে দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে যুবককে অধ্যানগ্ন দেখা যায়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি