রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার : ফাওজুল কবির টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা পার্বত্য এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় সরকার আন্তরিক : পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে : নাহিদ শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল পুরোনো বন্দোবস্ত মচকে গেছে, কেন বললেন উপদেষ্টা মাহফুজ আলম?

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন ব্যবসায়ী নজরুল বেপারীকে (৩২) হত্যার ঘটনায় জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৮ জুন) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০) ও হোসেন মন্ডল পাড়া গ্রামের সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, গত ২২ জুন রাত ১২টার দিকে নজরুল বাড়ি থেকে দোকানের চাবি নিয়ে দোকান খোলার জন্য দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে ওই রাতে নজরুল বাড়িতে ফেরেনি। ওই রাতে নজরুলকে অজ্ঞাতনামা কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হত্যা করে।

পরদিন সকাল পৌনে ৭টার দিকে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া ইমান খার পাড়া এলাকার রেলের সীমানা পিলারের কাছে নজরুল বেপারীর মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ২৩ জুন নিহত নজরুলের ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৬ জুন রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রনি মিয়া ওরফে আরমান হোসেনকে ও একই তারিখ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনী থেকে ইসমাইল মোল্লা ওরফে ঝড়ুকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগী নজরুলের সঙ্গে পূর্ব শত্রুতা ও জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হাতাহাতি হয়। তখন আসামি রনি মিয়া ওরফে আরমান হোসেন ও ইসমাইল মোল্লা ওরফে ঝড়ুসহ আরও অজ্ঞাতনামা আসামিরা নজরুলকে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য মতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তার রনির নামে রাজবাড়ি জেলার গোয়ালন্দঘাট থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, নারী নির্যাতন, মারামারিসহ ১৪টি মামলা ও ঝরুর নামে চুরি-ডাকাতির ২টি  মামলা আছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের রিমান্ড চাইব আমরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, ডিবির ওসি মফিজুল ইসলাম, জেলা পুলিশের পরিদর্শক (ক্রাইম) জিন্নাহসহ জেলা পুলিশের অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com