বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

দেশের আকাশে শক্তিশালী বৃষ্টিবলয় : বেশি বৃষ্টির আভাস সিলেট-চট্টগ্রামে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশের আকাশসীমায় প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে সারা দেশেই বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টি ঝরিয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশের আকাশসীমা ত্যাগ করবে শক্তিশালী এই বৃষ্টিবলয়।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। অর্থাৎ এ দুই বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগেও সক্রিয় থাকবে বৃষ্টিবলয়। মঙ্গলবার (১৭ জুন) থেকে ২১ জুন এবং ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। অর্থাৎ এসময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারা জানায়, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সারা দেশে বৃষ্টি হলেও বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই। তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বৃষ্টিবলয় থাকাকালীন দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। তবে বৃষ্টির বিরতির সময় কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম থাকতে পারে। এই বৃষ্টিবলয়ে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বজ্রপাত হতে পারে।

সংস্থাটি জানায়, বৃষ্টিবলয়ের এসময়ে ঢাকা বিভাগে ১৮০-২২০ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫০-২৫০ মিলিমিটার, বরিশাল বিভাগে ২৫০-৩৫০ মিলিমিটার, সিলেট বিভাগে ৩০০-৪৫০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ২৮০-৩৫০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১৫০-২৫০ মিলিমিটার, রংপুর বিভাগে ২৮০-৩৫০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ৩৫০-৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com