শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

৩৩৮ রানে অলআউট শ্রীলঙ্কা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৭৯ বার পড়া হয়েছে
Bangladeshi bowler Mehedi Hasan Miraz celebrates the dismissal of Sri Lanka's Kusal Mendis on day one of their second test cricket match in Colombo, Sri Lanka, Wednesday, March 15, 2017. (AP Photo/Eranga Jayawardena)

বাংলা৭১নিউজ, ডেস্ক: কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৩৮ রানে।

সংগ্রহটা বড়ই হয়ে গেল শ্রীলঙ্কার: ১৯৫ রানেই পড়েছিল ৭ উইকেট। তখন মনে হচ্ছিল, আড়াইশ’র মধ্যেই অলআউট হয়ে যাবে শ্রীলঙ্কা। কিন্তু দিনেশ চান্দিমালের দুর্দান্ত সেঞ্চুরিতে লঙ্কানরা করেছে প্রায় সাড়ে তিনশ! কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের আগে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৩৮ রানে। সুরাঙ্গা লাকমালকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে শেষ উইকেটটি তুল নেন শুভাশীষ রায়। শেষ ৩ উইকেটে ১৪৩ রান যোগ করেছে শ্রীলঙ্কা! বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৯০ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও শুভাশীষ নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট তাইজুল ইসলামের।

অবশেষে সরল চান্দিমাল-বাধা: আগের দিন থেকেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে উইকেটে ছিলেন দিনেশ চান্দিমাল। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস আরো বড় করার পাশাপাশি শ্রীলঙ্কার স্কোর তিনশ পার করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপরই তাকে ফিরিয়ে বাংলাদেশের গলার কাঁটা সরান মেহেদী হাসান মিরাজ। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার, তা হয়েই গেছে! মোসাদ্দেক হোসেনের ক্যাচ হওয়ার আগে ৩০০ বলে ১০ চার ও এক ছক্কায় ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চান্দিমাল। শ্রীলঙ্কার স্কোর তখন ৯ উইকেটে ৩০৫।

করা গেল না তিনশ’র আগে অলআউট:
টেস্টে শ্রীলঙ্কাকে তিনশ রানের নিচে একবারই অলআউট করতে পেরেছিল বাংলাদেশ। ২০০৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দিয়েছিল ২৯৩ রানে। কলম্বো টেস্টে ১৯৫ রানেই লঙ্কানদের ৭ উইকেট তুলে নিয়ে আরেকবার তিনশ’র আগে অলআউট করার সুযোগ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ১০৫তম ওভারে সাকিবের বলে চার মেরে শ্রীলঙ্কার রান তিনশ পূর্ণ করেন দিনেশ চান্দিমাল।

প্রথম ঘণ্টায় হেরাথের উইকেট, চান্দিমালের সেঞ্চুরি:
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় খেলা হয়েছে ১৫.৫ ওভার। তাতে শ্রীলঙ্কা রান তুলেছে ৩১। বাংলাদেশ নিয়েছে রঙ্গনা হেরাথের উইকেট। দিনেশ চান্দিমাল করেছেন সেঞ্চুরি।

আরেকটি নাইনটি, আরেকটি সেঞ্চুরি:
আগে সাতবার ৯০ ছুঁয়ে প্রতিবারই সেটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। কলম্বো টেস্টেও সেটির পুনরাবৃত্তি ঘটালেন দিনেশ চান্দিমাল। ডানহাতি ব্যাটসম্যান তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ৮৬ রানে। আজ দ্বিতীয় দিন সকালে ব্যক্তিগত ৯৯ থেকে তাইজুল ইসলামের বল কাভার ও পয়েন্টের মাঝামাঝি পাঠিয়ে সিঙ্গেল নিয়ে ছুঁলেন তিন অঙ্ক। ২৪৪ বলে সেঞ্চুরি করতে চান্দিমাল চার মেরেছেন ৬টি।

জুটি ভাঙলেন সাকিব: দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে সফলতা এনে দেন সাকিব আল হাসান। রঙ্গনা হেরাথকে ফিরিয়ে ৫৫ রানের অষ্টম উইকেট জুটি ভাঙেন তিনি। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বল হেরাথের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে। কয়েকবারের চেষ্টায় বল তালুবন্দি করেন সৌম্য সরকার। হেরাথ করেন ২৫। শ্রীলঙ্কার স্কোর তখন ৮ উইকেটে ২৫০।

মাঠে ফিরেছেন ইমরুল: প্রথম দিনের শেষ সেশনে শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় পায়ে বলের আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ইমরুল কায়েস। তাকে নিয়ে তাই শঙ্কা ছিল। তবে সুখবর হচ্ছে, ইমরুলের চোট গুরুতর নয়, আজ দ্বিতীয় দিনে মাঠে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দ্রুত ফেলতে হবে চান্দিমালের উইকেট:
শততম টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। সফরকারীরা তুলে নিয়েছে শ্রীলঙ্কার ৭ উইকেট। লঙ্কানরা রান করেছে ২৩৮। স্বাগতিকদের অলআউট করার মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন দিনেশ চান্দিমাল। ব্যক্তিগত ৮৬ রান নিয়ে রঙ্গনা হেরাথের (১৯) সঙ্গে আজ দ্বিতীয় দিন শুরু করেছেন তিনি। সকালে দ্রুত ফেলতে হবে চান্দিমালের উইকেট।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com