বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি:“সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় বুধবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ হেমায়েত উদ্দিন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার), মোঃ মহসিন হোসেন বিআরটিএ বরিশাল বিভাগ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ, পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক (সাংবাদিক) জালাল আহম্মেদ প্রমুখ। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ হেমায়েত উদ্দিন বিভিন্ন পরিবহনের চালকদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা প্রতিযোগিতা করে, নেশা করে, ঘুমেরভান করে এবং গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ বলেন “আগে রাস্তা ছিলো কাচাঁ ড্রাইভার ছিলো পাকা, এখন রাস্তা হয়েছে পাকা, ড্রাইভার আছে কাঁচা” সড়ক দুর্ঘটনায় তিতুমির কলেজের ছাত্র রাজিবের মত হাজারো পরিবার বিকলঙ্গ হয়ে পড়ে। আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বলেন বিআরটিএ ইচ্ছাকরলে রাস্তায় ফিটনেসবিহিন গাড়ী, বেপরোয়া গতিতে গাড়ী চালানো, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইকরে গাড়ী চালানো ও অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ী চালানো সম্পুর্ণ বন্ধ করে দিতে পারে। উপজেলা নির্বাহী সাবেকুন নাহার বলেন বাংলাদেশে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এ, হার অত্যান্ত আশংকাজনক। আমাদের দেশে প্রতি বছর তিন হাজারের মত সড়ক দুর্ঘটনা ঘটে।
এতে প্রাণহানি ও আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে শতশত মানুষ। তাই মহামাড়ি সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে সকল পরিবহনের মালিক , চালক ও পথচারি সচেতন হলে ক্রমাগত সড়ক দুর্ঘটনা কমে আসবে।
বাংলা৭১নিউজ/জেএস