শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী? কোথায় বৃষ্টি কোথায় তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক

সারা দেশে কোথায় কখন ঈদের জামাত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ মঙ্গলবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

বায়তুল মোকাররমে এবারো পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে পরের জামাতগুলো।

সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ঈদ জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে।

এছাড়া সলিমুল্লাহ হলের মাঠ এবং শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় দুটি ঈদের নামাজ হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানসহ ২৪৯টি স্থানে ঈদের জামাত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়াবিদদের ধারণা ঠিক থাকলে এবার ‘ভালো’ আবহাওয়ার মধ্যেই কোরবানির ঈদ উদযাপন করতে পারবে বাংলাদেশের মানুষ। তবে বিকালের পর বৃষ্টির দেখা মিলতে পারে।

চট্টগ্রাম: চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল পৌনে ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত হবে। ইমামতি করবেন এ মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

একই জায়গায় সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন একই মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন।

এছাড়াও লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়, বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম এবং জালালাবাদ আরেফিন নগর কবরস্থান জামে মসজিদে ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট: সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত হবে শাহী ঈদগাহে সকাল ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন।

একই সময়ে দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ, সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর বন্দর বাজারের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সাড়ে ৯টায়।

কাজিরবাজার মাদ্রাসায় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সিলেট নগরীর প্রায় ৫০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা: খুলনায় ঈদুল আজহার প্রথম জামাত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে।

তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত হবে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

কেসিসি’র ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।

বরিশাল: বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।

এতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন।

এই বিভাগে সবচেয়ে বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। এতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। প্রায় ২০ হাজার মুসুল্লি সেখানে ঈদ জামাত আদায় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদ ও জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থানে, ল’কলেজ জামে মসজিদে, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে, জেল গেইট জামে মসজিদে, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে, পাওয়ার হাউজ জামে মসজিদে ও মেডিকেল কলেজ জামে মসজিদে ঈদের জামাত হবে।

সকাল সোয়া ৮টায় পোর্ট রোড জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় ফকিরবাড়ি জামে মসজিদ ওনেছারাবাদ জামে মসজিদে ঈদের জামাত হবে।

রাজশাহী: সকাল ৮টার দিকে নগরীর শাহ্ মখদুম (র:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নগরীর প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবার কথা।

রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

নগরীর অন্য ঈদগাহগুলোতে ঈদ জামায়াত প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবার কথা।

রংপুর: রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে নামাজ সকাল পৌনে ৯টায় এবং সোয়া ৯টায় কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ তালতলা জামে মসজিদ ও শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এসব ঈদ জামাতে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com