রবিবার, ০৫ মে ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

সাভারে কারখানায় অসুস্থ্য শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৫ মে, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে পোশাক তৈরির একটি কারখানায় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার অন্য শ্রমিকরা। তারা কারখানার সামনে পার্কিং করে রাখা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে।

শনিবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় অবস্থিত প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে। এরপর কারখানার সামনে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

মৃত শ্রমিকের নাম মো. রাশেদুল ইসলাম (২৫)। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার জানযায়গীর গ্রামের মঞ্জুর মুন্সির ছেলে। রাশেদুল উলাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে এইচআর টেক্সটাইল কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতো।

নিহতের সহকর্মী মাজেদা বেগম জানান, রাশেদুল দুপুরের খাবার খেয়ে মেশিনে এসে কাজ করতে বসলে কিছুক্ষণ পর তাঁর মাথা ব্যথা ও বমি হতে থাকে। এ সময় তাঁকে কারখানার নিজস্ব মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ব্যথার ওষুধ দেন। কিন্তু ওষুধ খাওয়ার পরও তাঁর শরীর ঠিক না হওয়ায় তিনি হাসপাতালে যাওয়ার জন্য কারখানার প্রডাকশন ম্যানেজার (পিএম) আব্দুল্লাহ আল মামুনের কাছে ছুটি চান। পর্যায়ক্রমে ফ্লোর ইনচার্জ জুলহাস এবং এপিএম রুবেলসহ সবার কাছে ছুটি চেয়ে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। কারখানার লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাশেদুলের মৃত্যুর খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুপুর ৩টা থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা দোষীদের বিচারের দাবিতে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিয়ে বিকেল ৪টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক চলার পর বিষয়টি সমাধান না হওয়ায় বিকেল ৫টায় বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে রাখে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com