বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: বেসরকারী চ্যানেল ‘একাত্তর’ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন’র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সকল স্তরের গনমাধ্যম সাংবাদিক কর্মীরা।
বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব ও ৭১টিভি দর্শক ফোরামের যৌথ আয়জনে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শৈলেন চন্দ, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহাম্মেদ, সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, শহীদ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক সুভাষ চন্দ ও ৭১ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন প্রমুখ।
বক্তারা ইমরান হোসেন টিটুসহ সকল স্তরের সাংবাদিক নির্যাতন ও হত্যার তিব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানান।
বাংলা৭১নিউজ/জেএস