শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

সমালোচনাকে স্বাগত জানাবেন দীপু মনি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: কাজ করতে গিয়ে কোনো সমালোচনা হলে তাতে নাখোশ হবেন না নতুন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং তার ডেপুটি মহিবুল হাসান নওফেল। দায়িত্ব গ্রহণ করে প্রথমেই বলেছেন, তারা যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবেন।

শগথ গ্রহণের পর গতকালই সচিবালয়ে প্রথম অফিস করেন দীপু মনি ও নওফেল। মন্ত্রিত্ব শিক্ষামন্ত্রীর জন্য নতুন কোনো বিষয় নয়, তবে নওফেল প্রথমবারের মতো মন্ত্রিসভায় ঢুকেছেন উপমন্ত্রী হয়ে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দীপু মনি প্রথমে হন প্রতিমন্ত্রী। পরে তাকে করা হয় পররাষ্ট্রমন্ত্রী। তবে দশম সংসদ নির্বাচনের পর তিনি মন্ত্রিত্ব পাননি।

দীপু মনি বলেন, ‘আমরা দুজনেই (নওফেল) সমালোচনাকে অবশ্যই স্বাগত জানাব। কোথাও আপনাদের পরামর্শ থাকলে নিশ্চয় আমাদেরকে জানাবেন, আমরা সেগুলোকে সর্বোত্তম বিবেচনার মধ্যে নেব।’

‘আমি ও নওফেল ষোলোআনাই রাজনীতির মানুষ, আমরা গণমানুষের রাজনীতি করি। দলের ভেতরেও আমরা সহযোদ্ধা ও একই জায়গায় কাজ করি। আমরা দলের মধ্যেও ভালো টিম। শিক্ষার মত এত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা টিম হিসেবে কাজ করব এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। শিক্ষার ক্ষেত্রে মানোন্নয়নে একযোগে কাজ করব।’

সাংবাদিকদের সহযোগিতাও চান নতুন শিক্ষামন্ত্রী। বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে আমাদের দুজন বা দুইজন সচিবের চোখ-কান যথেষ্ট না, সেখানে আপনাদেরও (সাংবাদিক) সহযোগিতা আমরা চাই, এবং আমরা আশা করি আপনাদের সহযোগিতাও আমরা পাব। আপনারা আপনাদের চোখ-কানগুলো খোলা রাখবেন, আমাদের সহযোগিতা করবেন, যেন আমরা সঠিকভাবে কাজটি করতে পারি।’
শিক্ষাখাতে গত ১০ বছরে সরকারের নানা উদ্যোগের বিষয়ে দীপু মনি বলেন, ‘সরকার গত ১০ বছরে বিরাট সাফল্য অর্জন করেছে। সেই সফলতাগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে পরিবর্তন, পরিবর্ধন করা প্রয়োজন যা কিছু করা প্রয়োজন তা করা হবে।’

‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়ক করতে, শিক্ষাখাতের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের উদ্যোগগুলো নিয়ে কাজ চলছে। সেই কাজ আরও এগিয়ে নিতে কাজ করব।’

প্রশ্ন ফাঁস নিয়ে মন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই চ্যালেঞ্জ রয়েছে। সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’

উপমন্ত্রী নওফেল বলেন, ‘বিগত নির্বাচনের পরে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেছিলেন, আমরা সেই মানসিকতা নিয়ে এসেছি। ক্ষমতা নয় দায়িত্ব এবং সেই দায়িত্বশীল আচরণ আমরা সকলেই করব। অন্তত আপাতত আমরা এই মন্ত্রণালয়ে এসে প্রথমেই সেই অঙ্গীকারটি করতে চাই।’

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com