রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চুরির মামলা তদন্তে মিললো অবৈধ অস্ত্রের সন্ধান লভ্যাংশ ঘোষণার অনুমতি পেলো যমুনা ব্যাংক বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয়ভাবে উৎসাহিত করে পুরস্কার পাচ্ছেন যারা বিকাশে টেন মিনিট স্কুলের ফি পেমেন্টে ২০০ টাকা ক্যাশব্যাক দফায় দফায় কমছে সোনার দাম, এবার কমলো ৩১৫ টাকা নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনাসহ আটক ৫১ সোমবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ১৫০০ কোটির মাইলফলক ছুঁলো পদ্মা সেতুর টোল আদায় বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি নেত্রীর জন্য জান দেওয়া নয়, সিদ্ধান্ত মানার আহ্বান : দীপু মনি দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু, আমদানি নয় বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো সদৃশ বস্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৯-১১ মের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল ব্যবসা করলে চলবে না : শিল্পমন্ত্রী আইনগত সহায়তা পাওয়া করুণা নয় : আইনমন্ত্রী কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা বিনামূল্যে ছাতা-খাবার স্যালাইন পাচ্ছেন ৩৫ হাজার রিকশাচালক

সবচেয়ে কম বয়সী এন্ড্রিকের গোলে জিতলো ব্রাজিল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার দিবাগত রাতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে জিতেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ধুকতে থাকা ব্রাজিল। ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে নামা কিশোর ফুটবলার এন্ড্রিক ফেলিপে মোরেইরা ডি সুসা।

এই গোলের মধ্য দিয়ে রেকর্ডও গড়েন তিনি। ওয়েম্বলি স্টেডিয়ামে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোলটি করেন পালমেরাস থেকে রিয়ালে যোগ দেওয়া এন্ড্রিক। এদিন তার বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন। ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া এই প্রতিভাবান তরুণ নিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল পেলেন। অন্যদিকে নতুন কোচ দরিভাল জুনিয়রের যুগ শুরু হলো জয় দিয়ে।

এদিন প্রথমার্ধের লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে। যদিও উভয় দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ম্যাচের ১২ মিনিটে প্রথম সুযোগ তৈরি করেন ভিনিসিউস জুনিয়র। তার নেওয়া শট ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ধরতে না পারলেও রক্ষণভাগের খেলোয়াড় গিয়ে সেটা থামান।

২৪ মিনিটের সময় ইংল্যান্ড সুযোগ তৈরি করে। এ সময় বেনি চিলওয়েলের ক্রসে বাড়িয়ে দেওয়া বলে হেড নেন হ্যারি ম্যাগুইর। কিন্তু গোল হয় না। ২৭ মিনিটে আরও একটি সুযোগ মিস হয় ইংল্যান্ডের। ৩৫ মিনিটে ব্রাজিলের ওন্ডেলের একটি প্রচেষ্টা রুখে দেয় ইংল্যান্ড। ৩৭ মিনিটে ইংল্যান্ডের ফিল ফোডেনেরও একটি প্রচেষ্টা মিস হয়। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

এরপর দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। চলে সুযোগ আর গোল মিসের মহড়া। তবে ৮০ মিনিটে তরুণ তুর্কি এন্ড্রিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এ সময় বল পেয়ে ক্ষীপ্র গতিতে ডি বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস জুনিয়র। তাকে রুখতে কিছুটা সামনে এগিয়ে আসেন পিকফোর্ড। ভিনিসিউসের নেওয়া শট তার বাম পায়ে লেগে চলে যায় ডানদিক দিয়ে বক্সে ঢোকা উদীয়মান তারকা এন্ড্রিকের কাছে। এন্ড্রিক বাম পায়ে আলতো করে ট্যাপ করে ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) ইংল্যান্ড গোল শোধের সুযোগ পেয়েছিল। কিন্তু বক্সের বাইরে থেকে ডেকলান রাইসের নেওয়া শট রুখে দেয় ব্রাজিল। রুখে দেয় ইংল্যান্ডের সমতা ফেরানোর সুযোগও। ভবিষ্যত তারকার গোলে নিশ্চিত করে ১-০ ব্যবধানের দারুণ জয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com