মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ শহরের নিম্নমধ্যবিত্তদের গৃহ নির্মাণে ৩১৮৪ কোটি দেবে আইডিবি যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেলের বিরুদ্ধে আদালতে মামলা সরকার ও রাজনীতিবিদদের সিদ্ধান্তে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছি: জি এম কাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন ফারুক বাস মালিকদের সুবিধা দিতে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে হজ ভিসা আবেদনের সময় বাড়ল ৭ মে পর্যন্ত আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ছুটিই থাকছে স্কুল-মাদরাসা তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের সঙ্গে বিএডিসির চুক্তি সংসদের আগামী অধিবেশনে পাস হবে শ্রম আইন

শাহজাদপুরে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর নেতৃত্বে ও সাবেক এমপি চয়ন ইসলামের নেতৃত্বে শতশত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা শাহজাদপুর পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নের রাজপথে সরব অবস্থানে নেন।

আজ সকাল থেকেই স্থানীয় আ.লীগ দলীয় কার্যালয়, উপজেলা কোর্ট চত্বর প্রাঙ্গণ ও শক্তিপুরস্থ সাবেক এমপি চয়ন ইসলামের বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হন। স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে অন্যানের মধ্যে বিক্ষোভে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর অাজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুসহ দলীয় শতশত নেতাকর্মী ।

এদিন সকালে মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাভলুর নেতৃত্বে, যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা আইনজীবী সমিতি চত্বরে সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, তারুন্যদীপ্ত যুবলীগ নেতা রাজীব শেখ, পৌর যুবলীগ আহবায়ক আবু শামীম সূর্য্য, জেলা ও উপজেলা শ্রমিক নেতা মিলন শেখ, আব্দুস সালাম, শাহীন সরকার, যুবলীগ নেতা আশীষ সরকার, মনিরুজ্জামান মনি প্রমূখ।

27783926_1656388264447832_448747210_n

অপরদিকে, সাবেক এমপি চয়ন ইসলামের নেতৃত্বেও বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি, বাঙালি সাংস্কৃতিক জোট সভাপতি চয়ন ইসলাম, আ.লীগ নেতা আব্দুল জব্বার, সাবেক ভিপি আব্দুল বাছেত, আব্দুল আউয়াল, মনিরুজ্জামান মনি, ছাত্রলীগ নেতা মারুফ হাসান সুনাম প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সভা ছাড়াও স্থানীয় অা.লীগ নেতৃবৃন্দ ও সমর্থকেরা মটর সাইকেলের বহর নিয়ে পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শণ করেন।

পক্ষান্তরে, এদিন সকাল থেকেই অা.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলুর নির্দেশনায় যুবলীগ নেতা রাজীব শেখের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহর বের হয়ে শাহজাদপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন, পোরজনা ইউনিয়ন, গাড়াদহ, নরিনা ও কায়েমপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি-জামায়াতের সব ধরনের চক্রান্ত নস্যাতে নেতাকর্মীদের প্রেষণা প্রদানে আরও উজ্জীবিত করে তুলতে নির্দেশনা দেন যুবলীগ নেতা রাজীব শেখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com