বাংলা৭১নিউজ,ডেস্ক: ত্বক পরিষ্কার রাখতে গোসলের সময় শাওয়ার জেল ব্যবহার করি আমরা। বাজারের কেনা শাওয়ার জেলে কেমিক্যাল থাকায় অনেকের ত্বকে ৠাশ হয় বা রুক্ষ হয়ে যায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই তৈরি করে নিন শাওয়ার জেল।
উপাদান
ভেষজ তেল দিয়ে তৈরি বলে সম্পূর্ণ প্রাকৃতিক তরল ক্যাস্টালাইন সোপ দুই কাপ৷ (বড় ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন)
অর্গানিক ভার্জিন অলিভ অয়েল এক কাপ
খাঁটি মধু আধা কাপ
পছন্দমতো অ্যাসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা।
যেভাবে করবেন
প্রথমেই অলিভ অয়েলের সঙ্গে অ্যাসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন৷ এবার একটা কাচের বড় পাত্রে সব উপাদান একসঙ্গে মিশিয়ে কাচের বোতলে ভরে নিলেই তৈরি আপনার শাওয়ার জেল।
বাংলা৭১নিউজ/এইচএম