শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হলো ট্রাম্পের প্রেস সচিবকে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি রেস্তোরাঁ থেকে কোন কারণ ছাড়াই বের করে দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সচিব সারা সন্ডার্সকে। শুক্রবার এ ঘটনার পরে নিজে টুইটে জানিয়েছে এই প্রেস সচিব।

সেনাবাহিনীতে রূপান্তরকামীদের রাখা নিয়ে ট্রাম্পের এক সিদ্ধান্তের কারণে মুলত রেস্তোরা থেকে বের করে দেওয়া হলো সারাকে।

উপস্থিত রূপান্তরকামীদের মতে, ট্রাম্প প্রশাসনেরই অংশ সারা স্যার্ন্ডাস। তাই রেস্তরাঁর কর্মীরা সারার উপস্থিতি পছন্দ করেননি এবং সারাকে বের করে দিতে কর্তৃপক্ষকে আহ্বান জানান। পরে রেঁস্তোরার মালিক স্টিফানি উইলকিনসন হোয়াইট হাউসের এই প্রেস সচিবকে বের হয়ে যাওয়ার প্রস্তাব দেন।

সারা সন্ডার্সের টুইটের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যাও করেছে তিনি।

এর আগে গত বছর জুলাই মাসে একটি টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন সেনাবাহিনীতে আর রূপান্তরকামীদের কোনও প্রয়োজন নেই।

রূপান্তরকামীদের সেনাবাহিনীতে রাখলে তাঁদের জন্য চিকিৎসা বাবদ যে বিপুল খরচ হয়, তা অর্থহীন। তাই সেনাবাহিনীর কোনও দপ্তর বা কোনও স্তরেই আর রূপান্তরকামীদের রাখা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেন, শুধুমাত্র এই কারণেই হোয়াইট হাউসের প্রেস সচিব সারা সন্ডার্সকে একটি রেস্তরাঁ থেকে বেরিয়ে যেতে বলা হল।

শুক্রবার ভার্জিনিয়ার একটি রেস্তরাঁ থেকে রেস্তরাঁর মালিক তাঁকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। কোনও রকম বচসায় না গিয়ে ভদ্রভাবেই রেস্তরাঁ ছেড়ে বেরিয়ে যান সারা সন্ডার্স।

সারা টুইটে বলেন, তাঁর সঙ্গে বিরোধিতা রয়েছে এমন তো অনেকেই রয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি তাঁদের অশ্রদ্ধা করবেন। সারার এই টুইটবার্তার পর এক ঘণ্টার মধ্যে ২২ হাজার ‘রিপ্লাই’ পান তিনি।

রেস্তরাঁর মালিক স্টিফানি উইলকিনসন বলেন, সারাকে রেস্তরাঁয় প্রবেশ করতে দেখে কর্মীদের অনেকেই আপত্তি জানানোয় তিনি ব্যক্তিগত ভাবে সারাকে অনুরোধ করেন রেস্তরাঁ ছেড়ে বেরিয়ে যেতে। বিষয়টি বুঝতে পেরে সারা স্বেচ্ছায় বেরিয়ে যান। সূত্র: এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com