শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন তিনি ‘সফল’ বলেই তার প্রতিপক্ষ নেই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ায় যে তার বিকল্প কোন বিরোধী দল নেই, তার কারণ হচ্ছে সরকার পরিচালনায় তার সাফল্য।

রাষ্ট্রীয় টেলিভিশনে তার বছর শেষের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ক্ষমতায় আসার পর রাশিয়া মানুষের আয় বেড়েছে পাঁচগুণ আর মানুষের প্রত্যাশিত আয়ুও বেড়ে গেছে।

প্রেসিডেন্ট পুতিনের এই সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন এক হাজার ছয়শোর বেশি সাংবাদিক, আর এটি চলেছে প্রায় চার ঘন্টা ধরে, যা একটি রেকর্ড।
সংবাদ সম্মেলনের বেশিরভাগ প্রশ্ন ছিল রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে।

প্রেসিডেন্ট পুতিনের বাৎসরিক এই সম্মেলনটি এতটাই আলাদা এবং এর আয়োজন এতটাই ব্যাপক যে মি: পুতিনের বক্তব্য-বিবৃতির পাশাপাশি অনুষ্ঠানটি নিয়ে প্রতিবছরই অনেক খবরাখবর হয়। ঘন্টার পর ঘন্টা ধরে মি: পুতিন ডজন ডজন প্রশ্নের উত্তর দিয়েছেন।

এই সংবাদ সম্মেলনটি এমন এক সময় এবার হচ্ছে যখন কিছুদিন আগেই মি: পুতিন ঘোষণা করেছেন যে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেছেন কেন রাশিয়ায় তার কোনো শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ নেই- কেন তিনি চাইলেই বার বার নির্বাচিত হতে পারছেন?

মি: পুতিনের উত্তর ছিল, তার শাসনামলের অসামান্য সাফল্যের কারণেই তাকে কোন রাজনীতিক চ্যালেঞ্জ করতে পারছেন না।

মি: পুতিন বলেছেন তার শাসনামলে কর কমেছে তিনগুণ। মজুরি বেড়েছে পাঁচগুণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩০ গুণ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রশ্নে কিছুটা শ্লেষের সাথে তিনি মন্তব্য করেছেন, কেন শক্ত বিরোধী পক্ষ তৈরি হচ্ছে না – তার উত্তরে আমাকে তাহলে বলতে হয় যে নিজের বিরোধী হয়ত আমাকেই হতে হবে।

তবে একইসাথে সাংবাদিকদের উদ্দেশ্যে মি: পুতিন বলেন, তিনি সত্যিই প্রতিযোগিতামূলক রাজনীতি নিয়ে ভাবছেন। তার মন্তব্য ছিল — রুশ অর্থনীতিতে যেমন প্রতিযোগিতা তৈরি হয়েছে, রাজনীতিতেও সেটা হতে হবে।
কারণ রাজনীতিতে প্রতিযোগিতা না থাকলে, ভারসাম্যপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা চিন্তাই করা করা যায়না। আমেরিকা, ট্রাম্প, অস্ত্র প্রতিযোগিতা, রেষারেষি নানা প্রসঙ্গ উঠেছে মি: পুতিনের আজকের সংবাদ সম্মেলনে।

তিনি বলেন আমেরিকার নির্বাচনের আগে মি: ট্রাম্পের সাথে রাশিয়ার তথাকথিত গোপন যোগাযোগ নিয়ে যারা মুখর, তারা “সত্যের বদলে নিজেদের তৈরি মরীচিকার পেছনে ছুটছেন, এবং আমেরিকারই ক্ষতি করছেন।”

অস্ত্র প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি নবায়নে আমেরিকা আর ইচ্ছুক নয় বলেই মনে হচ্ছে, যেটা তার মতে, বিপজ্জনক হতে পারে।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি অনলাইন/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com