শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী? কোথায় বৃষ্টি কোথায় তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সংসদে অর্থমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় জাতির স্বার্থে সংসদে অর্থমন্ত্রীর ব্যাখা দাবি করেছেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

রোববার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে অনির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী এর দায়িত্বে আছেন। তাকেই এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিতে হবে। তিনি এটা নিয়ে ক্ষুব্ধ, আমরা জানি। কিন্তু জাতিকে তো আশ্বস্ত করতে হবে- আমরা কত দিনের মধ্যে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফিরে পাব।’

রুস্তম আলী ফরাজী বলেন, ‘তদন্ত প্রতিবেদনের বিষয়ে আমরা এখনো জানি না। আমি মনে করি, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের এখানে দুর্বলতা আছে। তাদের কম্পিউটার সিস্টেম, সার্ভার সিস্টেম কীভাবে আরেকজন হ্যাক করল? এখানে তো ফায়ারওয়াল নামে প্রকেটশন থাকে। সেখানে তারা কী করে ঢুকল, তা আমরা বুঝতে পারি না। তাই এটার জন্য অর্থমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া দরকার।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের এই টাকা আনার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে সে পরিবেশ তৈরি হয়েছে। প্রয়োজন হলে এর সঙ্গে যে বিদেশিরা জড়িত, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে ইন্টারপোলের সহায়তা নিতে হবে। বাংলাদেশের আইন এবং তাদের আইনের সামঞ্জস্য করতে হবে। প্রথমত, আমরা চাই রিজার্ভের টাকা ফেরত আসুক। দ্বিতীয়ত, এই ঘটনার সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে এভাবে হেলাফেরা করা চলবে না।’

‘এটা ছোট সিগন্যাল। এটা মনে হয়, চার বা পাঁচ রিখটার স্কেলে ভূমিকম্প। তাতেই আমাদের ভয় লাগে। এটা সাতের ওপরে চলে গেলে কী হবে? সুতরাং এটা যারা করেছে, তাদের সিন্ডিকেট আছে। এই হ্যাকাররা বিশ্বব্যাপী এই ধরনের চুরির সঙ্গে জড়িত। এখন আমাদের সরকারকে সতর্ক হতে হবে। ভবিষ্যতে যাতে হাজার হাজার কোটি টাকা আর ওই ব্যাংক থেকে নিতে না পারে’, বলেন এই স্বতন্ত্র সংসদ সদস্য।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com