রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

রানারআপ নই, বিজয়ীও নই: নাইডু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৮৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: দলের সিদ্ধান্তেই নির্বাচনে উপরাষ্ট্রপতি পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন এম ভেঙ্কাইয়া নাইডু। আজ মনোনয়নপত্র জমা দেবেন তিনি। তিনি জানিয়েছেন, দলের সিদ্ধান্তেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনডিটিভির খবরে জানা যায়, বিরোধী দল কংগ্রেস-মনোনীত মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীর বিপরীতে নাইডুকে বেছে নিয়েছে বিজেপি।

বৈঠকের আগে নাইডু বলেন, ‘আমি কোনো রানারআপ নই বা বিজয়ী নই। আমার উচ্চাকাঙ্ক্ষাও নেই। দলের সিদ্ধান্তেই আমি প্রার্থী হয়েছি।’

নাইডু বিজেপির আদর্শে বিশ্বাসী। তিনি আরএসএসের আদর্শিক পরামর্শদাতা।

বিরোধী দল কংগ্রেস উপরাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রপতির পদপ্রার্থী রামনাথ কোবিন্দের মতো বিজেপির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নাইডুও দক্ষিণাঞ্চলের রাজনৈতিক দলগুলো সমর্থন পেয়েছেন। এআইএডিএমকে, তেলেঙ্গানা, রাষ্ট্রসমিতি এবং ওয়াইএসআর কংগ্রেস নাইডুকে সমর্থন দিয়েছে।

এর আগে গত মে মাসে নাইডু বলেন, ‘আমি রাষ্ট্রপতি হতে চাই না। উপরাষ্ট্রপতিও হতে চাই না। আমি উষার স্বামী হিসেবে সুখী।’

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে গতকাল সোমবার ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটগণনা ২০ জুলাই।

এটা অনেকটাই স্পষ্ট যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটে হারিয়ে জিততে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। ভোটের ব্যবধান কত হবে, গতকাল সংসদ ভবনে সেটাই ছিল জল্পনার বিষয়। বিজেপি নেতাদের দাবি, অন্তত ৭০ শতাংশ ভোট পাবেন তাঁদের প্রার্থী।

সারা দেশের ২৯টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাতেও গতকাল ভোট গ্রহণ চলে। সব রাজ্য থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হবে সংসদ ভবনে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন। বিজেপি চায় রামনাথ কোবিন্দকে ৭০ শতাংশ ভোটে জেতাতে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com