বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন মাহে রমজান এর পবিত্রতা রক্ষা ও যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার্থে শহরে একটি শুভেচ্ছা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে শহরে শুভেচ্ছা র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌরসভা চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম, সহকারী প্রকৌশলী মোঃ সোলায়মান, সচিব মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সভাপতি এস এম শাহিন, প্যানেল মেয়র পৌর কাউন্সিলর মোঃ নিজামুল হক, কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার, পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খোকনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস