শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে শত কোটি টাকা ব্যাংক ঋণ নেয় চক্রটি চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫

রমজানের অন্যতম শিক্ষা ‘জামাআতে নামাজ আদায়’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: পবিত্র রমজান মাস ব্যাপী রোজা পালনের পাশাপাশি জামাআতের সাথে নামাজ আদায় ছিল মুসলিম উম্মাহর অন্যতম আমল। প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষ দিনগুলোতে জামাআতে নামাজ আদায়ের দৃশ্য দেখে আনন্দাশ্রু ঝড়িয়েছিলেন।

এ যে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ার জীবনের প্রথম জেহাদের মহা সফলতা।

জামআতে নামাজ আদায় করা মুসলিম উম্মাহর জন্য অনেক বড় জেহাদ। অসংখ্য বনি আদম, আলেম-ওলামা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করে ঠিকই; কিন্তু অনেকেই ইচ্ছা-অনিচ্ছায় এবং কর্ম ব্যস্ততায় জামাআতের সাথে নামাজ আদায় করতে পারেন না।

অথচ ইসলামের অন্যতম মহান দৃশ্য হলো জামাআতে নামাজ আদায়। জামাআতে নামাজ আদায়ের মধ্যে রয়েছে ফেরেশতাগণের সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার ইবাদাতের সাথে সাদৃশ্য।

জামাআতে নামাজ মানুষের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পরিচয় লাভ ও সহনশীলতার শিক্ষা দেয় এবং মুসলিম উম্মাহর সম্মান, শক্তি ও একতার নিদর্শন বহন করে।

এ কারণে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম; যার মসজিদে যাওয়ার শক্তি রাখে; তাদের জন্য মসজিদে জামাআতে নামাজ আদায় করা ওয়াজিব করেছেন।

আর এই জামাআতে নামাজ আদায়ের বিধান পাঁচ ওয়াক্ত নামাজের জন্য; তা সফর অবস্থায় হোক বা বাড়িতে থাকা অবস্থায় হোক কিংবা নিরাপদ অবস্থায় হোক বা ভয়ের মধ্যে হোক।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস প্রমাণ করে, জামাআতে নামাজ আদায়ে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদা। যার কয়েকটি তুলে ধরা হলো-

>> হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘একা একা নামাজ আদায়ের চেয়ে জামাআতে নামাজ আদায়ের ফজিলত সাতাশ গুণ বেশি।” অন্য বর্ণনায় এসেছে, ‘পঁচিশ গুণ বেশি।’ (বুখারি, মুসলিম)

>> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো (নামাজের) ফরজ আদায়ের জন্য (নিজ) ঘরে ওজু করে আল্লাহর কোনো ঘরের (মসজিদ) দিকে রওয়ানা হয়; ওই বান্দার প্রতিটি দুই ধাপের প্রথমটির দ্বারা একটি গোনাহ মাফ হয়ে যায় এবং অপরটির দ্বারা তার একটি মর্যাদা বৃদ্ধি করা হয়।’ (মুসলিম)

>> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সকালে বা বিকালে মসজিদে গমন করে; আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির (অতিথির সেবার) ব্যবস্থা করেন, যখন সে সকালে বা বিকালে গমন করে।’ (বুখারি, মুসলিম)

পরিশেষে…
রমজানের রোজা পালন কালে দিনের বেলায় জামাআতে নামাজ; রাতের বেলায় তারাবিহ এবং তাহাজ্জুদসহ নফল নামাজে মানুষ যে শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেছে; তা ধরে রাখার অন্যতম মাধ্যম হলো জামাআতের সাথে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করা।

মুমিন মুসলমান যদি জামাআতে নামাজ আদায়ের প্রশিক্ষণ নিজেদের জীবনে জারি রাখে; তবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাআতে নামাজ আদায়ের ঘোষিত ফজিলত দান করবেন। সমাজে বিরাজ করবে শান্তি ও শৃঙ্খলা। বন্ধ হবে অন্যায়, হানাহানি ও রাহাজানি। এ মহান রবের ঘোষণা।

আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘নিশ্চয় নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’

আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদিকে জামাআতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। রমজানের প্রশিক্ষণ জারি রাখার তাওফিক দান করুন। জামাআতে নামাজ আদায়ের পরিপূর্ণ ফজিলত ও মর্যাদা দান করুন। আমিন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com