শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

যৌথ প্রযোজনার ছবি নিয়ে গেম খেলা হচ্ছে : শাকিব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুককে ‌‘কটাক্ষ’ করে কখনোই কিছু বলেননি শাকিব খান। আজ(২ জুলাই) বিকেলে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেয়ার সময় একথা বলেন তিনি।

শাকিব খান বলেন, ‘আমি ফারুক ভাইকে কোনো বাজে কথা বলিনি। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমি তাকে সবসময় সম্মান করি।’ তিনি বলেন, ‘ফারুক ভাইকে মিসগাইড করা হয়েছে। কোনো এক তৃতীয়পক্ষ তাকে ভুল বুঝাচ্ছে বলে আমার ধারণা।’

কে বা কারা এই তৃতীয়পক্ষ? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘ভালোমন্দ মানুষ সব জাগায়া আছে। তেমনি দুইপক্ষ থাকলে সেখানে তৃতীয়পক্ষও আছে।’ তিনি বলেন, ‘এছাড়া আলমগীর সাহেবকেও আমি অনেক সম্মান করি। তিনি আমার বাবার মত। অনেকসময় তাকে আমি বাবা বলেও ডাকি।’

শাকিব বলেন, ‘আমি বলতে চাই কারো মুখের কথা শুনে দ্বন্দে জড়ানো উচিৎ নয়। যারা আমাকে অন্যের কথা শুনে আমাকে ভুল বুঝেছেন একদিন ঠিকই তাদের ভুল ভাঙবে বলে আমি মনে করি। কবরী ম্যাডামও একটা সময় ভুল বুঝেছিলেন। কদিন আগে তিনি গনমাধ্যমে তার বক্তব্য দিয়ে অবস্থান পরিস্কার করেছেন তিনি এই আন্দোলনকারীদের সঙ্গে নেই।’

সাক্ষাৎকারে শাকিব আরও বলেন, ‘চলচ্চিত্রাঙ্গন চর দখলের জায়গা না যে, এখানে কেউ পজিশন দখল করে নেবে। চলচ্চিত্রাঙ্গনে অভিনয় ও যোগ্যতা দিয়ে টিকতে হয়।’

আলাপের এক ফাঁকে শাকিব আরও বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছন থেকে কেউ গেম খেলছে। কারণ ‘নবাব’ ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করেছে বাংলাদেশি অভিনেতা। সেক্ষেত্রে তো অভিযোগ দেয়ার কথা ওপার বাংলার। কিন্তু বাংলাদেশের পক্ষে কেন?’

তিনি আরও বলেন, ‘তথ্যমন্ত্রীর কাছে প্রথমে অভিযোগ দেয়া হয়েছিল ‘বস টু’ ছবির ব্যাপারে। পরে ‘নবাব’ ছবিকে জড়ানো হয়েছে। তাই আমি বলব এ ব্যাপারে কেউ কেউ পেছন থেকে গেম খেলছে।

শেষদিকে তিনি চিত্রনায়িকা বুবলীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তার উত্তরসূরি হিসেবে বাপ্পী, সাইমন, শুভ, ইমন, নিরবের অনেক প্রশংসা করেন। তারা অনেক ভালো কাজ করছে। মন দিয়ে নিজেদের ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাওয়ার পরামর্শও দিলেন শাকিব।

প্রসঙ্গত, ঈদের আগে ‘নবাব’ ও ‘বস টু’ ছবির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ডাকে চলচ্চিত্র প্রদর্শক ও এজেন্ট মালিক সমিতি। সেখানে শাকিবের বক্তব্যকে ভুলভাবে একশ্রেণির মানুষ উপস্থাপন করে ফারুককে বোঝায়। তারপরই ফারুককে ছোট করার পর তোপের মুখে পড়েন শাকিব! কিন্তু আজ শাকিব খান সাক্ষাৎকারে তার বক্তব্যে পরিষ্কার করে জানিয়েছেন, তিনি কিংবদন্তি অভিনেতা ফারুককে বাজে কথা বলেননি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com