বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১ জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা প্রতীক নিয়ে আজ থেকেই ১৮ দিনের প্রচারণায় নামবেন প্রার্থীরা ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল গ্রামীণ টেলিকম দুর্নীতি: ইউনূসের জামিন, চার্জ শুনানি ২ জুন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তীব্র তাপদাহ থেকে সুরক্ষায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ চাষীর মৃত্যু প্রেমের অপেক্ষায় মনীষা, খুঁজছেন জীবনসঙ্গী ফিলিস্তিনসহ সব যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী ‘সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে: শেখ হাসিনা কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

ম্যানিলায় বন্দুকধারীর হামলায় নিহত ৩৬

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক হোটেলের ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। অজ্ঞাতনামা ওই বন্দুকধারী ক্যাসিনোর টেবিলে আগুন লাগিয়ে দিলে হোটেল কমপ্লেক্স ও এর ক্যাসিনোতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশির ভাগ লোক মারা যান। আজ শুক্রবার ভোররাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের হোটেলে বন্দুকধারী ব্যক্তি প্রথমে টিভি মনিটরগুলোতে গুলি করে। পরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।

পুলিশের ভাষ্য, এটা সন্ত্রাসমূলক হামলা বলে মনে হচ্ছে না। ডাকাতির ঘটনা হতে পারে।
৫০ জনেরও বেশি মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, বন্দুকধারী বেশ দীর্ঘকায় ছিল। গায়ের রং ছিল ফ্যাকাশে এবং সে ইংরেজিতে কথা বলছিল। তবে সে কোন দেশের, তা এখনো জানা যায়নি। অজ্ঞাতনামা ওই ব্যক্তি গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাসিনোতে প্রবেশ করে এবং টেলিভিশনের স্ক্রিনে তার বন্দুক দিয়ে গুলি করতে থাকে। ক্যাসিনোতে আগত ব্যক্তিরা প্রাণভয়ে পালাতে থাকেন। এরপর ওই ব্যক্তি জুয়া খেলার টেবিল আগুন ধরিয়ে দেয় এবং তার ব্যাকপ্যাকে ১১৩ মিলিয়ন পেসো (ফিলিপিনো মুদ্রা) বা ২৩ লাখ ডলার সমমূল্যের জুয়ার চিপস ভরে নেয়। পরে সে কমপ্লেক্সের হোটেল সেকশনে পালিয়ে যায় এবং ব্যাকপ্যাকটি ফেলে হোটেলের একটি কক্ষে প্রবেশ করে।

দেশটির পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোসা বলেন, ওই ব্যক্তি একটি বিছানায় শুয়ে নিজেকে একটি ভারী কম্বল দিয়ে ঢেকে নেয় এবং এতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ প্রধান বলেন, এটাকে ডাকাতির ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। কারণ ওই ব্যক্তি কাউকে গুলি করেনি, আঘাত করেনি। সে সোজা ক্যাসিনোর চিপস রাখার কক্ষে চলে যায়।
হোটেল কর্তৃপক্ষ শুরুতে এক বিবৃতিতে জানায়, নিজের শরীরে আগুন লাগানোর পর ওই ব্যক্তি নিজেকে গুলিও করে।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সংকটের কারণে দেশটি সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলা হচ্ছে। গত ২৩ মে থেকে সেখানে ইসলামি বিদ্রোহী গ্রুপের সঙ্গে লড়াই করছে সরকার। গত সপ্তাহে প্রেসিডেন্ট রদ্রিগো দুদার্তে দক্ষিণাঞ্চলের দ্বীপ মিনদানায়োতে সামরিক আইন জারি করেছেন।
এদিকে বন্দুকধারীর হামলার আগেই ফিলিপাইনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে।
বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি ও রয়টার্স/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com