রবিবার, ০৫ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

মেয়েদের পছন্দ বিদেশী পোষাক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: আর মাত্র কদিন বাদেই ঈদ।তাই সরগরম গোটা দেশ। ধনী-গরিব সবাই ছুটছেন ঈদের কেনাকাটায়। শেষ মুহুর্তে জেলা শহরের ফুটপাথ থেকে শুরু করে মার্কেট, বিপণিবিতান ও শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। রোদ-বৃষ্টি, যানজট উপেক্ষা করেই ঈদের কেনাকাটায় শামিল হচ্ছেন ক্রেতারা।

রমজানের শেষ সপ্তাহে এসে জমে উঠেছে গ্রামীণ জনপদে ঈদের কেনাকাটা।অন্যন্য বছরের মত এবারো মেয়েদের পছন্দ বিদেশী পোষাক।অন্যরা পছন্দের পোষাকটি কিনে নেওয়ার আগেই কিনতে হবে নিজের পছন্দের পোষাক।পাশাপাশি প্রিয়জনকে নতুন পোষাক পছন্দ করে কিনে দিতেও ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।সুতরাং সব মিলিয়ে জমে উঠেছে ঈদ মার্কেটে কেনাবেচা।দেশীয় বাহারি রঙের পোষাকের পাশাপাশি বিদেশী পোষাক সাজিয়ে বসেছেন দোকানীরা।

গতকাল মঙ্গলবার টেকেরহাট বন্দরের সাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স ও  মাদারীপুর পুরান বাজার বিভিন্ন শপিং মলে গিয়ে দেখা গেছে, ঈদকে উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষ ছুটে এসেছেন বিপনী বিতানগুলোতে। ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে  দোকানীরা বাহারি রঙের দেশি-বিদেশী পোষাক টাঙ্গিয়ে রেখেছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ছেলেরা পছন্দ করে বেশি কিনছেন কিলার, ট্রাম্প, মুনলাইট নামের জিন্স প্যান্ট ও শার্ট-পাঞ্জাবী। মেয়েরা কিনছেন ঝোঁক ‘পিউ, পামেলা, পাংচুয়া, কিংবা ‘বোঝে না সে বোঝে না’ ইত্যাদি। মেয়েরা হুমড়ি খেয়ে পড়ছে ভারতীয় স্টার জলসা, স্টার প্লাস ও জি-বাংলা সিরিয়ালের বিভিন্ন নামে মার্কেটে আসা পোষাকের দিকে। দাম একটু বেশি হলেও ক্রেতাদের কোন অভিযোগ নেই। বরং পছন্দের পোষাকটি কিনতে পেরে খুশিই।

পুরান বাজার ঈদের পোষাক কিনতে আসা কলেজ ছাত্রী সাবিনা আক্তার,আনিকা বলেন, ‘আমি পালকি শপিং মল থেকে পছন্দের পোষাক ও একটি নতুন ধরণের গাউন কিনেছি। পোষাকটি আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। এখন ম্যাচ করে স্যান্ডেল কিনবো।’

পুরান বাজার আমিন সুপার মার্কেটে ঈদের পোষাক কিনতে আসা কলেজ ছাত্র জয় বলেন, ‘এবার ঈদের একটু ভিন্ন ধরণের নতুন নামধারী জিন্স প্যান্ট-শার্ট কিনলাম। পাঞ্জাবীর দাম একটু বেশি। তাই এখনো কিনতে পারিনি। এই মার্কেটে দাম একটু বেশি হলেও সব ধরণের পোষাক পাওয়া যায়। নিউ মার্কেটে গিয়ে দেখি ছোট ভাইয়ের জন্য পছন্দমত প্যান্ট-শার্ট পাওয়া যায় কি না।’

পুরান বাজার বিথি শপিং সেন্টারে ঈদের নতুন পোষাক কিনতে আসা জারিন তাসলিম বলেন, ‘ঢাকার নামী-দামী মার্কেটে যা পাওয়া যায়, আমাদের এখানেও তাই পাওয়া যাচ্ছে। কিন্তু অধিক দাম হওয়াতে কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবুও কিনতে হবে ঈদ বলে কথা।’

চরমুগরিয়া এলাকার হাবিব প্লাজায় ঈদের পোষাক কিনতে আসা আসমা আক্তার বলেন, ‘পরিবারের সবার জন্য ঈদের পোষাক কিনেছি। ছোটদের জন্য পোষাক কেনা হয়েছে। তাই বাবুরা খুব খুশি। এবার আমাদের বড়দের জন্য বাজার ঘুরে কিনবো।’

এদিকে বিক্রেতারা বলছেন কয়েক বছর ধরে ভারতীয় সিরিয়ালের নামে ও অনুকরণে তৈরি পোষাকের চাহিদা বেশি ছিলো। এবার সে চাহিদা আগের চেয়ে অনেক বেশি। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পোষাক দিতে পারায় খুশি ব্যবসায়ীরা।

সোহেল রানা নামে এক বিক্রেতা বলেন, ‘গত বছরের তুলনায় এবছর আমাদের বিক্রি বেশ ভালো। চাহিদা আনুযায়ী সব ধরণের পোষাক তুলেছি। দাম ক্রেতাদের নাগালে থাকায় পছন্দের পোষাক কিনতে পারছেন ক্রেতারা।তবে ভারতীয় পোষাকের চেয়ে আমাদের দেশের তৈরি পোষাকের মান ভালো। তবুও ক্রেতাদের বেশি পছন্দ ভারতীয় পোষাক।’

পোষাকের পাশাপাশি জুতা-স্যান্ডেল ও প্রসাধনীর দোকানেও প্রচন্ড ভিড়। এ ভিড় থাকবে ঈদের আগের দিন গভীর রাত পর্যন্ত।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com