বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নেত্রকোনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও আধুনিক সদর হাসপাতালে জনবল বৃদ্ধির দাবীতে বৃহস্পতিবার নেত্রকোনায় মানববন্ধন পালিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজ নেত্রকোনার উদ্যোগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাব সড়কের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে নেত্রকোনায় অবিলম্বে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও আধুনিক সদর হাসপাতালে জনবল বৃদ্ধির দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আরিফুল ইসলাম রিপন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ্নাজ পারভীন, কবি এনামুল হক পলাশ, জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দ্বীপক সরকার, সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক খান জিয়াউর রহমান তপন, ভাষ্কর্য শিল্পী অখিল পাল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আবু জাহিদ দুলদুল, জেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওয়াসীউল্লাহ রাসেল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মাশাহাদুল মান্নান তৃষা, নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়েজ রহমান প্লাবন ও সচেতন নাগরিক সমাজের সভাপতি দেব শংকর সাহা রায় দেবু প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস