রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে প্রথমবারের মতো ভোটগ্রহণ শেখ জামালের জন্মদিন আজ কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা চীনে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫ থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ

‘মায়ের ভেতর বড় কিছু থাকলে তার সন্তানরা বড় হয়’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৫১৪ বার পড়া হয়েছে
প্রতীকি ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলা৭১নিউজ, ঢাকা: স্বপ্নসুন্দর আগামী বিনির্মাণের নেপথ্যে স্থপতিদের গর্ভধারীনী এমন ৫০ জন রত্মগর্ভার হাতে ‘রত্মগর্ভা মা’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছে আজাদ প্রডাক্টস। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ২০০৩ সাল থেকে আজাদ প্রডাকক্টস রত্নগর্ভাদের এ সম্মাননা দিয়ে আসছে।

রোববার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রত্নগর্ভাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। দুই ক্যাটাগরিতে ২৫ জন করে মোট ৫০ জনকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘ম্যাই ড্যাড ওয়ান্ডারফুল’ অ্যাওয়ার্ডও দেয়া হয়। এ অ্যাওয়ার্ড পেয়েছেন মুস্তফা জামান আব্বাসী।

সাধারণ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২৫ রত্মগর্ভা মা হলেন- ফিরোজা সুলতানা রশিদ, আনোয়ারা বেগম, সুরাইয়া বেগম, মাহবুবা ইসলাম, জাহানারা বেগম, শিরিন সুলতানা, কামরুজ্জাহান রেখা, নিলুফার বেগম, রহিমা ইসলাম, সামছুন্নাহার খানম, শিরিন চৌধুরী, নফছুন নাহার হাবিবা, চেমন আরা বেগম, নুরজাহান বেগম, সখিনা খাতুন, মঞ্জু বিশ্বাস, রহিমা খাতুন চৌধুরী, মমতাজ বেগম, আমেনা আফতাব, দিলওয়ারা বেগম, লায়লা বেগম, সাহিনা কবির নার্গিস, নিলুফার সুলতানা, হোসনে আরা রহমান ও ড. নীলুফার মতিন।

বিশষ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২৫ রত্মগর্ভা মা হলেন- সারোয়ার জাহান লুৎফে আরা রশীদ, লুৎফুন নাহার বেগম, ফেরদৌসী ইসলাম, সাইদা মঞ্জুর, সেলিনা মোহসীন, শাকুরা বেগম, শামসুন নাহার বেগম, রোমানা খাতুন, হালিমা হোসাইন, সৈয়দা মাহমুদা খাতুন, গুলশান আরা বেগম, আতফা বেগম, প্রফেসর দেলোয়ার বেগম, মাহফুজা রহমান খান, শ্রীমতি প্রতিভা বড়ুয়া, কল্পনা বড়–য়া, খোরশেদ খানম, হুসনে জাহান, সৈয়দা বিলকিস বানু, হেমলতা দাশ, দিলরুবা আহমেদ, প্রফেসর হাজেরা নজরুল, আখতার আরা বেগম, খানম শামসি আহমদ ও শামসুন নাহার বেগম (পারুল)।

ঢাকা ক্লাবের সাবেক সভাপতি খায়রুল মজিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, চলচ্চিত্র নায়ক ফারুক, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আজাদ প্রডাক্টস (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, তার স্ত্রী বিলকিস জাহান, ছেলে জিয়াউর রহমান আজাদ ডায়মন্ড, মেয়ে অনামিকা আজাদ শ্রাবনি প্রমুখ। শামিম আরা মুন্নি ও সাজ্জাদ কাদিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মা নিয়ে গান পরিবেশ করেন শিল্পী রোমানা ইসলাম।

যে মায়েরা তাদের সন্তানদের যোগ্য করে তুলেছেন তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, এই প্রাণী জগৎ সবকিছুই মায়ের মধ্যে দিয়ে বয়ে যায়। সেজন্য মা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ৩৫০টি নদী রয়ছে। আর যে দেশে নদী থাকে সে দেশের মানুষ মাতৃতান্ত্রিক হয়। ইউরোপে বলে ফারদার ল্যান্ড অর্থাৎ পিতৃভূমি। আর আমরা বলি মাদার ল্যান্ড অর্থাৎ মাতৃভূমি। এ দেশ মাতৃতান্ত্রিক দেশ। এ দেশ নারী শাসিত দেশ। তবে এ দেশে জাতির জনক বঙ্গবন্ধুর মতো উজ্জীবীত পুরুষের শক্তি আমরা দেখেছি। তিনি বলেন, আমাদের মন খারাপ থাকলে, মুখ মলিন থাকলে, না খেয়ে থাকলে মা টের পেয়ে যান। মা তার সন্তানকে এতো বেশি ভালোবাসে কেন? কারণ, মা তার সন্তানকে সবচেয়ে বেশি চেনেন। আর আজ যারা বড় হয়েছে, দেশ ও জাতীর মুখ উজ্জল করছেন তাদের মায়ের মধ্যে বড় কিছু একটা ছিল বলে তাদের সন্তানরা বড় হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেন, মা সংসাদের ‘ঝড়’ সমলান। নারীরা কর্মক্ষেত্রে এখনও তেমন সুবিধা করতে পারছেন না। যেমন গার্মেন্টেস সেক্টরে অধিকাংশ নারী শ্রমিক থাকলেও তাদের টেড ইউনিয়নগুলোর দিকে তাকালে দেখা যায় অধিকাংশই পুরুষ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com