সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

মামলা প্রত্যাহার না হলে রোববার তথ্য মন্ত্রনালয় ঘেরাও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:
সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারার মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামী রবিবার তথ্য মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে তরুণ সাংবাদিকরা। সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং সেখান থেকে তথ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ধ্রুবর বিরুদ্ধে বিচারকের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এমন কর্মসূচি ঘোষণা করেন সাধারণ তরুণ সাংবাদিকদের পক্ষে চ্যালেন টুয়েন্টিফোরের সাংবাদিক রাশেদ নিজাম। এর আগে, শিশু অধিকার আদায়ে মানিকগঞ্জের এক বিচারককে নিয়ে প্রকাশিত সংবাদের কারণে গোলাম মুজতবা ধ্রুবর নামে মানিকগঞ্জ সদর থানায় গত মঙ্গলবার মন্ত্রী ঘোষিত বাতিল তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করা হয়। মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কালো আইন আখ্যা পাওয়া ৫৭ ধারায় সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে আগামী রবিবারের মধ্যে মামলা বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ বলেন, এটা সাংবাদিক সমাজের বিরুদ্ধে মামলা। ৫৭ ধারা বাতিল না হলে কলম পেশা হুমকির মুখে পড়বে। অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ৫৭ ধারা বাতিল করার দাবি করে আসছি। ধ্রুবর মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার পাশে থাকবে। এ সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সভাপতি আবু সালেহ আকন বলেন, গত ৪ মাসে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে এ ধারায় মামলা হয়েছে। ৫৭ ধারা শুধুমাত্র সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এর আগে এই ধারা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মাদক ব্যবসায়ীরা সাংবাদিকদেরও বিরুদ্ধে প্রয়োগ করেছে। তিনি বলেন, সবশেষে একজন বিচারক এই কালো আইনে মামলা দিলেন, তাহলে সাংবাদিকরা কোথায় যাবে। দু’দিনের মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে রাজপথ নামতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। রাজপথের যে কোন পরিস্থিতির দায়ভার বিচারককে নিতে হবে। ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা যায় তবে সেটা ন্যায় সংগত ও যৌক্তিক হতে হবে। ৫৭ ধারায় মামলা করার উদ্দেশ্য হচ্ছে সংবাদ মাধ্যমের কন্ঠ রোধ করা। ৫৭ ধারা কালো অাইন সে আইনে একজন বিচারক কিভাবে মামলা করেন। মানববন্ধনে অন্য সাংবাদিকরা ৫৭ ধারা বাতিল, ধ্রুবর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার চেয়ে বিচারককে ক্ষমা চাওয়ার দাবি তুলেন।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com