রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তুরস্ক বাণিজ্য বন্ধ করায় ‘বড় বিপদে’ পড়তে যাচ্ছে ইসরায়েল উপজেলা নির্বাচন কুলাউড়ায় সংঘর্ষে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০ বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ম্যাচিং না হলে প্রিজাইডিং অফিসারের আঙুলের ছাপে দেওয়া যাবে ভোট জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫ তাপপ্রবাহ না বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া সুন্দরবনে অল্প অল্প আগুন জ্বলছে, জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম! শাহজাহানপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিসিও মহাসচিবের বৈঠক দ্বিতীয় টি-টোয়েন্টি আজ উজ্জীবিত বাংলাদেশের সামনে ভঙ্গুর জিম্বাবুয়ে এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

‘মন্দির-বাড়িঘরে হামলা ন্যক্কারজনক ও নজিরবিহীন’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও বাড়িঘরে হামলাকে ‘ন্যক্কারজনক ও নজিরবিহীন’ অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরীফ অবমাননা এবং এটিকে কেন্দ্র করে উদ্ভূত তাণ্ডব আরো একটি চক্রান্তের অংশ। এটি মহল বিশেষের গভীর ষড়যন্ত্র।’

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রসরাজ দাস নামের এক ব্যক্তি তার ফেসবুক পেজে উস্কানিমূলক ছবি পোস্ট করে বলে অভিযোগ ওঠে। এরপর সেটিকে কেন্দ্র করে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে রসরাজ দাসের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি সে অস্বীকার করেছে। সুতরাং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় না এনে একটি অরাজক পরিস্থিতির সুযোগ সৃষ্টি হওয়া সন্দেহজনক।’

তিনি বলেন, ঘটনার জের ধরে মন্দিরসহ ১৩টি বাড়িঘর লুটপাট ও ভাংচুরের ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেতো।

বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বেশি হামলা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিতান্তই পুলিশি-দমন-তৎপরতা ও মামলা হামলা নির্ভর। সেজন্য জনসমাজের সর্বত্র হিংসা ও বিদ্বেষের বিষবাষ্পে আচ্ছন্ন। একে-অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। মানুষের স্বাধীনতা আজ দুষ্কৃতকারীদের দ্বারা বিপন্ন।’

বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সকল জনগোষ্ঠির নিরাপত্তা বিধান ও ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এই সরকারের আমলে ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়া সাম্প্রদায়িক সংঘাত চিরদিনের জন্য অবসান ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে।’

মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com