মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎবার্ষিকী আজ উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৪৭৩৫ চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

মনের মতো বারান্দা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : শহরের বাড়িগুলোতে খোলা জায়গা বলতে বোঝায় বারান্দা আর ছাদ। যদিও অধিকাংশক্ষেত্রে ছাদ ব্যবহারে বাড়িওয়ালাদের নিষেধাজ্ঞা থাকে। তাই নিজের প্রয়োজন ও সখ মেটানোর একমাত্র উপায় হল বারান্দার সঠিক ব্যবহার করা।

প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বারান্দা সাজানো প্রসঙ্গে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনরশিপ’ বিভাগের প্রধান নাসিমা নাসরিন বলেন, “প্রয়োজন এবং সখ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে নিজের সামর্থ্যকে মাথায় রাখা উচিত। শহরে বাগান করা বা বই পড়ার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা খুব কঠিন। তাই বারান্দা নিজের পছন্দ মতো ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ”।

নাসিমা নাসরিনের মতে, পরিকল্পনা করে সাজানো হলে অল্প জায়গাকেও নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়া যায়। বারান্দার ব্যবহার ও সাজানো সম্পর্কে তিনি কিছু পন্থা উল্লেখ করেন।

– পড়ার জন্য যদি আলাদা ঘর না থাকে তাহলে বারান্দাই সাজিয়ে তুলুন পড়ার ঘরের মতো করে। বারান্দার গ্রিলে স্লাইডারের ব্যবস্থা করে তার একপাশকে বই রাখা সেলফ হিসেবে ব্যবহার করা যায়। বই পড়ায় সৌখিনতা থাকলে বারান্দায় ছোট একটা ডিভানের ব্যবস্থা করুন এতে পড়ার আমেজটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারবেন।

– সারাদিনের কাজ শেষে স্বামী-স্ত্রী অথবা পরিবারের অন্যান্য সদস্যেরা যদি একান্ত কিছু সময় কাটাতে চান তাহলে বারান্দায় তৈরি পড়তে পারেন ‘গসিপ জোন’। চাইলে দুই একটা পাতাবাহারের গাছ গ্রিলে ঝুলিয়ে রাখতে পারেন। সঙ্গীতের প্রতি আকর্ষণ থাকলে ‘গসিপ জোনে’ রাখতে পারেন ছোট আকারের সাউন্ড বক্স। ঘরে গান চালিয়েও বারান্দায় বসে তা উপভোগ করা যায়।
– অনেকেরই বাগান করার সখ থাকে। তবে শহরে জায়গার অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বারান্দায় যদি রোদ পাওয়া যায় তাহলে সেখাই মেটানো যেতে পারে শখ। পছন্দসই ফুল গাছ, কলমের ফল গাছ অথবা ঔষধি গাছ লাগাতে পারেন। এতে করে মনের আশ মেটানোর পাশাপাশি পাওয়া যাবে তাজা ফুল ও ফলের মজা।

– শরীরচর্চার বিষয়ে যারা একটু সচেতন কিন্তু নানা কারণে ব্যায়াম করতে বা হাঁটতে যাওয়া হয় না। তারা বারান্দাকে শরীরচর্চার জায়গা হিসেবে বেছে নিতে পারেন, প্রয়োজন হলে বারান্দায় পর্দা লাগিয়ে নিন এতে ‘বাইরের লোক দেখছে’- এটা ভেবে সংকোচ হবে না।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com