বাংলা৭১নিউজ, রাণীশংকৈল (ঠাকুরগঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার ভূমি কর্তৃক ভূমিহীনদের বাড়ীঘর উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এসময় চেয়ারম্যান তার লোক দিয়ে ভূমি হীনদের উপর হামলা চালান বলে অভিযোগ করেছে ভূীমহীনরা।
স্থানীয়রা জানান, উপজেলার নেকমরদ (ভবানন্দপুর) বাগানবাড়ী এলাকার প্রায় ১০৫ টি বাড়ী সরকারী খাস জমিতে প্রায় ৪০-৫০ বছর যাবৎ বসবাস করে আসছে। ঘটনা স্থলে সহকারী কমিশনার ভূমি সোহাগ চন্দ্র শাহা তার জনবল নিয়ে বাড়ীঘর সরিয়ে নেওয়ার নোটিশ নিয়ে যায়। এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এনামুল হক তার লোকজন ভূমি হীনদের উপর হামলা চায়। এমন অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
ভূমিহীন নাজিম, সুমন, রাজু, আলমগীর, মনোয়ারা সহ অনেকে সাংবাদিকদের জানান, বাড়ীঘর উচ্ছেদের নোটিশে জরপূর্বক সই চায়। সই স্বাক্ষর না করায় চেয়াম্যান’র নির্দেশে তাদের উপর হামলা চালিয়ে বেধরমারপিট করেছে তারা।
এ অভিযোগ নিয়ে (বুধবার) ইউএনও অফিস ঘেরাও করেছে । এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, নেকমরদ বঙ্গ বন্ধু কলেজের অধ্যক্ষ সাজাহান আলী, মুক্তার আলম, ডাঃ হামিদুর রহমান, প্রধান শিক্ষক বাবর আলী ও রয়েল।
এমপিদ্বয় বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করতে। উচ্ছেদ করতে বলেনি। উচ্ছেদের আগে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
এপ্রসঙ্গে ইউএনও মৌসুমী আফরিদা বলেন, বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন। সহকারী কমিশনার ভূমি সোহাগ চন্দ্র শাহা বলেন, উচ্ছেদের নোটিশ নয় সরে যাওয়ার নোটিশ করেছি। চেয়ারম্যান এনামুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস