বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

ভুটানকে হারিয়ে শিরোপার অপেক্ষায় বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন জাফর ইকবাল।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল দুই দলেরই। তবে তা কাজে লাগাতে পারেনি ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়রা।

ম্যাচের ২৪ মিনিটে মাহবুবুর রহমান স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিতে পারতেন। তবে তার হেড ভুটানের জাল খুঁজে পায়নি।

খেলার ৩২তম মিনিটে ভুটানোর নিমা তিসেরাং স্বাগতিকদের হয়ে সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড জাফর ইকবালকে মাঠে নামান কোচ রক্সি। কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি শুরুর দুই ম্যাচে তিন গোল করা জাফর।

৮১তম মিনিটে ভুটানের জালে প্রথম বল পাঠান জাফর। ডান দিক দিয়ে আক্রমণে ঢুকে একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে উল্লাসে মাতান তিনি।

তিন মিনিট পর আবারও সেই জাফরের ক্যারিশমা। সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ দিক থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান জাফর।

শেষ ম্যাচে জিতে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন জাফর ইকবালরা।

তবে শিরোপার জন্য তাকিয়ে থাকতে হবে নেপাল-ভারত ম্যাচের দিকে।

সমীকরণটা ছিল এমন যে, শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে ভুটানের বিপক্ষে। আর নেপালকে হারতে হবে ভারতের কাছে।

বাংলাদেশ তাদের কাজটা ঠিকভাবেই করেছে।

অবশ্য নেপাল ও ভারতের ম্যাচটি ড্র হলেও চলবে। সেক্ষেত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। কিন্তু নেপাল জিতলে বাংলাদেশকে আগে হারানোর জন্য শিরোপা ধরে রাখবে তারাই।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com