বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: বিজিবি ২০ ব্যাটালিয়নের বাসুদেবপুর বিওপি’র সুবেদার জালাল উদ্দিন এর নেতৃত্বে টহল দল সোমবার দিবাগত রাতে সীমান্তের নন্দীপুর মাঠে চোরাকারবারীদের ধাওয়া করলে ২৯ লক্ষ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রখার ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।
বিজিবি সুবেদারে জালাল উদ্দিন জানান আটককৃত ট্যাবলেট হলো- ডেক্সিন-৩৬ হাজার , প্রাকটিন-৪৪ হাজার, সেনেগ্রা-৭ হাজার ৩শ, কপিমল-৩ হাজার ৮শ, ইন্সুলেন্স সিরিন্স-৬৫০টি। যার সিজার মূল্য ২৯,৮৭,৫০০/- (ঊনত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা।
বাংলা৭১নিউজ/জেএস