বুধবার, ০১ মে ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

ভাঙ্গায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫ সড়ক অবরোধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর পাঁচ সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে। বিক্ষুব্দ কাজী জাফরউল্লাহর সমর্থকরা শুক্রবার রাত পৌনে সাতটা থেকে আটটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিল।

ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন শেখ জানান, বিকালে গঙ্গাবর্দী ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে ২৫-৩০ জন কর্ম সমর্থক অবস্থান করছিল। এসময় ওই সড়ক দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে একটি গাড়ী বহর যাওয়ার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে নিক্সনের সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করে। এ হামলায় জামাল আব্দুল বারী ভুইয়া, শেখ নুর আলম, কুদ্দুস মৃধা, কুদ্দুস ভুইয়া ও আব্দুল হালিম আহত হন। এসময় এমপি নিক্সন চৌধুরী গুলি বর্ষন করে বলেও দাবী করেন তিনি।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী, এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ব্যাক্তিগত সহকারী মো. জাহিদুর রহমান রিয়ন গুলি করার অভিযোগ অস্বীকার করে জানান, সাংসদের বহর ওই সড়ক দিয়ে আসার সময় আওয়ামীলীগের কর্মী সমর্থকরা গতিরোধ করে আটকে দেয়। এসময় বহরে থাকা লোকজন গাড়ি মুক্তকরে নিয়ে আসে। এসময় স্বল্প পরিসরে ধাক্কাধাক্কি হয় বলে জানান তিনি। তবে কেউ আহত হয়নি বলে দাবী করেন তিনি।

এদিকে রাত সোয়া সাতটা থেকে ভাঙ্গা চৌরাস্তা এলাকার মহাসড়কের চারটি পয়েন্টে রাত আটটা পর্যন্ত অবরোধ করে রেখেছে কাজী জাফরউল্লাহর সমর্থকরা।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গুলির বিষয়টি জানা নেই। সড়ক অবরোধ করে রেখেছিল, রাত আটটায় অবরোধ অপসারণ করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল বাসার জানান, কয়েকজন রোগী আহত হয়ে আসলেও তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ ছিল না।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com