বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ব্যবসায়কে কুপিয়ে বিশ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়াগেছে। বুধবার দুপুরে শহরের সিভিল সার্জন অফিস সংলগ্ন, মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দুপুরে সাজিদ এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমান বাবুল ও তার কর্মচারী প্রিন্স মোটরসাইকেলে বাসায় যাবার সময় ৪/৫জন দুর্বৃত্ত ধাড়াল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা ২০ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করে নেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মিঠু নামে একজনকে আটক করেছে। আহত দ্বয়কে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসারত আহত মিজানুর রহমান বাবুল ও তার কর্মচারী প্রিন্স এ অভিযোগ করেন। সদর থানার ওসি (তদন্ত) বলেন মটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এটা ছিনতাইয়ের মত ঘটনা না।
বাংলা৭১নিউজ/জেএস