বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: বৌদ্ধ ধর্ম্বাম্বলীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ”বৌদ্ধ পূর্নিমা” উৎযাপন উপলক্ষে আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশের ব্যবসায়ীরা। তবে আগামী কাল সোমবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানিয়েছেন, বৌদ্ধ পূর্নিমা উৎযাপন উপলক্ষে আজ রোববার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দু’দেশের ব্যবসায়ীদের সম্বন্বয়ে। তবে সোমবার থেকে যথারিতি আমদানি-রপ্তানি আবার চালু হবে।
বাংলা৭১নিউজ/জেএস