বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ইউনিয়ন সমন্বয় সভা বৃহস্পতিবার চন্দনবাড়ি ইউনিয়নের হাঙ্গার ফ্রি ওয়াল্ড প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে চন্দনবাড়ি ইউনিয়নের সরকারি এবং বেসরকারী যে সকল উন্নয়ন কাজ সংগঠিত হয়েছে সেই বিষয়ের উপর এ সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। চন্দনবাড়ি ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ মালেক বেগম, শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ময়নুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়নের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্য সহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস