শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে শত কোটি টাকা ব্যাংক ঋণ নেয় চক্রটি চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

বিরাট-আনুশকার পোশাকের পেছনেও বিশেষ উদ্দেশ্য!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: একজন ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন জনপ্রিয় বলিউড তারকা। বলা হচ্ছে, ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মার কথা। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।

গতকাল বৃহস্পতিবার দিল্লির তাজ হোটেলে ছিল এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের সময় শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বিবাহোত্তর সংবর্ধনায় সম্পূর্ণ দেশি সাজে সেজেছিলেন আনুশকা-বিরাট। ভারতীয় বধূর মতোই লাল বেনারসি, লাল টিপ ও হীরের অলংকার, হাতে চুরি, সিঁথিতে সিঁদুর পরেছিলেন আনুশকা। খোপায় ছিল ফুল। অন্যদিকে বিরাট পরেছিলেন গলাবন্ধ কালো রঙের শেরওয়ানি, হাতে বোনা সিল্কের চুরিদার। এর মধ্যে শেরওয়ানির বোতামগুলো আবার ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। এছাড়া তার কাঁধে ছিল কাশ্মীরি পশমিনা শাল।

কয়েকদিন আগে ইন্টারনেটে প্রকাশিত হয় বিরাট-আনুশকার বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্রের ছবি। এতে দেখা যায়, নিমন্ত্রণপত্রের সঙ্গে উপহারও পাঠিয়েছেন এ জুটি। এর মধ্যে একটি গাছও ছিল। পরিবেশের প্রতি গুরুত্ব দিয়ে এ নিমন্ত্রণপত্রের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন ‘বিরুশকা’। কিন্তু অনেকেরই হয়তো অজানা গতকাল তাদের বিবাহোত্তর সংবর্ধনার পোশাকের পেছনেও রয়েছে বিশেষ উদ্দেশ্য। দেশীয় ঐতিহ্য ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এই পোশাক পরেছিলেন বিরাট-আনুশকা।

বিরাট-আনুশকার পোশাকের দায়িত্বে ছিলেন প্রসিদ্ধ বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জি। তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমি মনে করি, ভারতীয় বিয়ের কনেরা যদি তাদের বিয়ের কোনো এক অনুষ্ঠানে লাল রঙে না সাজেন তা হলে অসম্পূর্ণ অনুভব করেন। আনুশকা তার বিবাহোত্তর সংবর্ধনায় লাল রঙের পোশাক পরার সিদ্ধান্ত নেন। সবচেয়ে আনন্দের বিষয় তিনি লাল বেনারসি পরেন। আমি তার এই সাজে খুবই উচ্ছ্বসিত কারণ সব প্রজন্মের বাঙালি নারীদের আমি লাল বেনারসিতে বিয়ে করতে দেখেছি। লাল টিপ, সিঁদুর ও তার খোপার ফুল এটিকে আরো আকর্ষণীয় করেছে। তিনি সব্যসাচী ব্রাইডাল জুয়েলারি থেকে ঐতিহ্যবাহী হীরের গহনা পরার জন্য পছন্দ করেন। ভারতীয় টেক্সটাইল ও হস্তশিল্প প্রসারে বলিউড বিশেষ ভূমিকা রাখতে পারে। এ জন্য বিশেষ এই মুহূর্তটির বিকল্প নেই। আমি জানি, আগামী কয়েক মাসের মধ্যে এই শাড়ির কপি গোটা ভারতে ছড়িয়ে পড়বে। এর ফলে বুনন শিল্পে কর্মরত শ্রমিকদের লাখ লাখ শিশু স্কুলে যেতে পারবে। আমি শুধু বলতে চাই, ধন্যবাদ আনুশকা।’

আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বলিউড তারকা ও বিরাটের সতীর্থ খেলোয়াড়দের নিয়ে আরো একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com