বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

বিপিএলের সেরা ৫ ব্যাটসম্যান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: শেষ হয়ে গেল বিপিএলের চতুর্থ আসর। রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস।

টুর্নামেন্টে কোন ক্রিকেটার কতটা আলো ছড়াতে পারল কিংবা ব্যর্থ হলো, সেসব নিয়ে এখন বিশ্লেষণের পালা।

এই পর্বে থাকছে বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।

১. তামিম ইকবাল
এবারের বিপিএলটা দুর্দান্ত কেটেছে তামিমের। চিটাগং ভাইকিংস অধিনায়ক ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে করেছেন সর্বোচ্চ ৪৭৬ রান। ফিফটি করছেন ৬টি। সর্বোচ্চ ইনিংস ৭৫। এলিমিনেটর ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর তামিম নিজেই বলেছেন, এবারের বিপিএলে তার পারফরম্যান্স নিয়ে তিনি খুশি।

২. মাহমুদউল্লাহ
টুর্নামেন্টে খুলনা টাইটান্সের অন্যতম ব্যাটিং ভরসা ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দেখা গেছে, যেদিন তার ব্যাট হেসেছে সেদিন দলও বড় সংগ্রহ পেয়েছে। তিনি রান পাননি, দলের বড় স্কোর পায়নি। ১৪ ম্যাচে ৩৩.০০ গড়ে খুলনা অধিনায়ক রান করেছেন ৩৯৬। দুটি ফিফটির সর্বোচ্চ ইনিংস ৬২। ব্যাট হাতে ৩৯৬ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে ১০ উইকেট- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তাই মাহমুদউল্লাহই।

৩. সাব্বির রহমান
এই বিপিএলের একমাত্র সেঞ্চুরিটি এসেছে সাব্বিরের ব্যাট থেকেই। রাজশাহীর ব্যাটসম্যান বরিশাল বুলসের বিপক্ষে খেলেন ১২২ রানের দুর্দান্ত ইনিংস। যেটি বিপিএল ইতিহাসেরই সর্বোচ্চ ইনিংস। ১৫ ম্যাচে ২৬.৯২ গড়ে সাব্বির রান করেছেন ৩৭৭। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটিও একটি।

৪. কুমার সাঙ্গাকারা
ঢাকায় প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৫ জনের মধ্যেও ছিলেন না তিনি। সেই সাঙ্গাকারা বিপিএল শেষ করেছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে! টুর্নামেন্টে ১৩ ম্যাচে ২৮.৪৬ গড়ে দুই ফিফটিতে ৩৭০ রান করেছেন সাঙ্গাকারা। সর্বোচ্চ ইনিংস ৬৬। ফাইনালে মাচসেরার পুরস্কারও জিতেছেন এই লঙ্কান কিংবদন্তি।

৫. মোহাম্মদ শাহজাদ
আফগান ব্যাটসম্যান বিপিএলে খেলেছে রংপুর রাইডার্সের হয়ে। ১১ ম্যাচে তিনি ৩৮.৮৮ গড়ে রান করেছেন ৩৫০। ফিফটি করেছেন দুটি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮০। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন শাহজাদ। নইলে তার রান আরো বাড়তে পারত।

এই বিপিএলে ৩০০ বা এর বেশি রান আছে আরো ছয় ব্যাটসম্যানের। তারা হলেন ঢাকার মেহেদী মারুফ (১৪ ম্যাচে ৩৪৭ রান), বরিশালের মুশফিকুর রহিম (১২ ম্যাচে ৩৪১ রান), কুমিল্লার মারলন স্যামুয়েলস (৮ ম্যাচে ৩৩৪ রান), রাজশাহীর মুমিনুল হক (১৫ ম্যাচে ৩৩১ রান), রংপুরের মোহাম্মদ মিঠুন (১২ ম্যাচে ৩২০ রান) ও ঢাকার মোসাদ্দেক হোসেন (১৪ ম্যাচে ৩০৪ রান)।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com