রবিবার, ০৫ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

বিদেশি খেলোয়াড়দের ছাড়াই শুরু প্রিমিয়ার ভলিবল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: বিদেশি খেলোয়াড়দের ছাড়াই শুরু হয়েছে প্রিমিয়ার ভলিবল লীগ। গত বছর তিন ইরানি এনে ভলিবল কোর্ট মাতিয়ে তুলে ছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দুর্ভাগ্য। পঞ্চম স্থানে থেকে লীগ শেষ করতে হয়েছে তাদের। এবার ইরান নয়, নেপালের দিকে ঝুঁকছে তারা। তিন নেপালি আনার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। দলটির কোচ মাসুদ হাফিজ জিলুর কথায়, ‘আজ (গতকাল) রাতে নেপালের কোচ কপিল শ্রেষ্ঠার সঙ্গে চূড়ান্ত কথা হবে। তারপর দেখি কি হয়।’

গত বছর ইরানের লিমা, আরিফ ও রেজা খেলেছিলেন এই দলে। তাদের পেছনে প্রায় নয় লাখ টাকা খরচ করেছিল পানি উন্নয়ন বোর্ড। চ্যাম্পিয়ন হতে পারেনি। পঞ্চম হয়েছিল। এবারও বিদেশি খেলোয়াড় আনার উদ্যোগ নিয়েছে তারা। ইরানে এখন লীগ চলায় সেখানকার খেলোয়াড়দের পাওয়া যায়নি। ভারতে যোগাযোগ করা হয়েছিল। সেখানেও লীগ চলছে। জিলুর কথায়, ‘নেপালের কোচ কপিলের সঙ্গে কথা বলে তিনজন আউটসাইড প্লেয়ারের সন্ধান পাওয়া গেছে। তারা হল- লং অ্যাটাকার মান বাহাদুর ও রেহান এবং স্টোপার মিম। তারা জনপ্রতি হাজার ডলারের বেশি চায়। আলোচনার মাধ্যমে ফাইনাল করব।’

এদিকে ১০ দল নিয়ে সোমবার শুরু হয়েছে ক্রনি গ্রুপ প্রিমিয়ার লীগ। দলগুলো হল- তিতাস ক্লাব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা সবুজ ও বাংলাদেশ জেল। ঢাকা ভলিবল স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। উদ্বোধনী দিনের খেলায় তিতাস ক্লাব ৩-০ সেটে হারায় বাংলাদেশ পুলিশকে। আজ পানি উন্নয়ন বোর্ডের বিপক্ষে লড়বে ওয়ারী ক্লাব এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মুখোমুখি হবে আজাদ স্পোর্টিং ক্লাব। লীগে সরাসরি ৩-০ ও ৩-১ সেটে জেতা দল তিন পয়েন্ট এবং ৩-২ সেটে জেতা দল দু’পয়েন্ট ও পরাজিত দল এক পয়েন্ট পাবে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com