শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

বিএনপি শপথ নেবে কিনা এ নিয়ে অবৈধ সরকারের এত মাথা ব্যথা কেন?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আজকে যারা শপথ নিতে চাচ্ছেন, পাবলিক (জনগণ) তাদের রাস্তায় ধরে টুকরো টুকরো করে ফেলতে পারে।আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের দুই সাংসদের শপথ নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দলের বর্ধিত সভা শেষে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না কৃষক-শ্রমিক-জনতা লীগ। এ ছাড়া একাদশ সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনলেও এ ব্যাপারে তাঁর দলের প্রার্থীরা কোনো মামলা করবেন না বলে নিশ্চিত করেন তিনি। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানান ঐক্যফ্রন্টের শীর্ষ পর্যায়ের এ নেতা।

কাদের সিদ্দিকী আরও বলেন, একাদশ সংসদ নির্বাচনের পরে জাতীয় ঐক্যফ্রন্টের জয়ী ও পরাজিত প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন ও প্রশাসন এ সরকারের আজ্ঞাবহ। মামলা ঠিকভাবে উপস্থাপন করলেও কমিশন তা খারিজ করে দিতে পারে। তাই মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল। বর্তমান সরকারের ব্যাপক দলীয়করণের কারণে মামলা করে কোনো ফল আসবে না বলে মনে করছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কুঁড়ি সিদ্দিকী প্রমুখ। গত কয়েক দিন ধরে ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের হয়ে নির্বাচিত দুই সদস্যের শপথ নেওয়ার বিষয়ে কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।

এর উত্তরে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে গণফোরামের দুই প্রার্থী নয়, এক প্রার্থী। তাঁর নাম মোকাব্বির খান। আরেকজন সুলতান মোহাম্মদ মনসুর মুক্তিযুদ্ধে কোথায় ছিল জানি না। কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের সময় সে আমার সহকর্মী ছিল, আমি তাকে অত্যন্ত স্নেহ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। তাঁকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, শপথ নেওয়া না নেওয়ার ব্যাপারে।’

পাকিস্তান শাসনামলে বুনিয়াদি গণতন্ত্রের অধীনে নির্বাচিত কয়েকজন প্রতিনিধি কীভাবে হেনস্তা হয়েছিলেন সে উদাহরণও তুলে ধরেন কাদের সিদ্দিকী। এ ছাড়া শপথ নেওয়ার বিষয়ে শাসক দলের নেতাদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি নেবেন না এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবৈধ সরকারের এত মাথা ব্যথা কেন?

বাংলা৭১নিউজ/এসই

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com