বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালীসহ ৩৯ জন নেতাকর্মী আদালত থেকে জামিন লাভের পর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এ সময় নেত্রকোনা জেলা বিএনপি, কেন্দুয়া উপজেলা ও আটপাড়া উপজেলার বিএনপি, যুবদল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জেল গেটে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
কেন্দুয়া থানা পুলিশ কর্তৃক ৫টি বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গত ১২ এপ্রিল নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ২৭ দিন কারাভোগের পর গতকাল বুধবার আদালত থেকে জামিন পেয়ে নেত্রকোনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
বাংলা৭১নিউজ/জেএস