শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি মর্যাদার দাবিতে মাসব্যাপী কর্মসূচি রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক: জি এম কাদের যানবাহনে স্টিকার দেখলেই আটকাচ্ছে পুলিশ উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে শত কোটি টাকা ব্যাংক ঋণ নেয় চক্রটি চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’

বাড়তি ভাড়ার কথা জানেন না মন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঈদে বাড়ি যাওয়া মানুষরা বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও এ বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ার দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রার শেষ ভাগে এসে তিনি সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে যাত্রীদের খোঁজখবর নেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতি বছর ঈদে বাড়ি যাওয়ার মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এক রীতি হয়ে দাঁড়িয়েছে। পথে যানজটের কারণে ট্রিপ কমে যাওয়া বা জ্বালানি খরচ বেড়ে যাওয়া, কর্মীদের বাড়তি খরচসহ নানা অযুহাতে এই বাড়তি ভাড়া আদায় করা হয়। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি আদায় করা হলে ব্যবস্থা নেয়া হবে-প্রতি বছর এমন ঘোষণাও থাকে সরকারের। কিন্তু কোনো ব্যবস্থা নেয়ার উদাহরণ নেই বললেই চলে।
এবারও ঈদের আগে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন সড়ক মন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি (অতিরিক্ত ভাড়া আদায়) এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, ‘মানুষ নির্বিঘ্নে চলছে।’
মন্ত্রীর পরিদর্শন ও সঙ্গে আসা গণমাধ্যমের গাড়ির কারণে জনদুর্ভোগ বাড়ে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাকে তো খোঁজ খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না আসলেও আমাকে আসতে হবে।’
এসময় মন্ত্রী রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দু:খপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com