বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ৮৮ নং বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচী চালু করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করেন।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আপেল মাহমুদ ফিরোজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম মিয়া, অধ্যাপক হুমায়ন কবির, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.আহসান কবির রিপন,সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মাহবুব আলম সিকদার, সহকারি শিক্ষা অফিসার মাইনুল ইসলাম, জাকিয়া মালা, একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা ও প্রধান শিক্ষক ইসরাত জাহান লিপি প্রমুখ।
বৃহস্পতিবার থেকে ওই বিদ্যালয়ের মোট ৬১৫ জন শিক্ষার্থীকে মিড ডে মিল কর্মসূচীর আওতায় নেয়া হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বিদ্যালয়ের আইসিটি শ্রেণী কক্ষের উদ্বোধন করেন ।
বাংলা৭১নিউজ/জেএস